,

শ্যামনগরে রিডা প্রাইভেট হাসপাতালের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মারুফ বিল্লাহ রুবেল,শ্যামনগর থেকেঃ বাংলাদেশের উপকূলীয় উপজেলা শ্যামনগরে প্রথম বেসরকারি হাসপাতাল হিসেবে যাত্রা শুরু করে রিডা প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার। দশ বছর শেষ করে আজ ৭ ই এপ্রিল শুক্রবার ১১ বছরে পদার্পণ করেছে রিডা প্রাইভেট হাসপাতাল।
ফাউন্ডার এন্ড সিইও মোঃ আব্দুল্ল্যাহ আল মামুনের কঠিন পরিশ্রমের ফল হিসেবে সুনাম রয়েছে এই প্রতিষ্ঠানের।শ্যামনগরে একমাত্র প্রতিষ্ঠান রিডা প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ২৪ ঘন্টা পরীক্ষা-নিরীক্ষার সুবিধা রয়েছ। এবং খুব স্বল্প খরচে জরুরী বিভাগে ডাক্তার দেখানোর সুবিধা ও রয়েছে।এবং উপকূলীয় এলাকার মানুষের কাছে উন্নত চিকিৎসার আতুর ঘর হিসাবে পরিচিত পেয়েছে রিডা প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার। এবং উন্নত মানের সেবা নিশ্চিত করে যাচ্ছেন প্রতিষ্ঠানটির ডাক্তার নার্সসহ সংশ্লিষ্টরা। এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বেসরকারি চিকিৎসা খাতে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখে চলেছে। উপজেলা পর্যায়ে সার্বক্ষণিক প্রশিক্ষন প্রাপ্ত চিকিৎসকদের সমন্বয়ে চিকিৎসা সেবা নিশ্চিত করা একটা চ্যালেঞ্জ। সব চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে চলছে প্রতিষ্ঠানটি। এরই মধ্যে প্রতিষ্ঠানটির ফাউন্ডার এন্ড সিইও মোঃ আব্দুল্ল্যাহ আল মামুনের দূরদর্শিতায় শতাধিক পরিবারের কর্মসংস্থান সৃষ্টি বেকারত্ব ঘোচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে প্রতিষ্ঠানটির। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ১২ থেকে ২১ এপ্রিল পর্যন্ত ১০ দিন ব্যাপি মেডিকেল ক্যাম্প ঘোষণা করেন। শ্যামনগর বাসির চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে যাচ্ছে রিডা প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *