,

শ্যামনগরে লোকাল অ্যাডাপটেশন প্ল্যান অফ অ্যাকশন বিষয়ক চার দিনব্যাপী কর্মশালা 

মো:আল আমিন গাজী,শ্যামনগর প্রতিনিধি:শ্যামনগরে লোকাল এডাপটেশন প্ল্যান আকশন বিষয়ক চার দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত।

উর্ড এন ডাড এর আর্থিক সহায়তা এবং সিসিডিবি সিসিআরবি কোলিশন ফর ক্লাইমেট রেজিলিয়েন্স বাংলাদেশ প্রকল্পের তত্ত্বাবধানে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল দশটায় শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ সিসিআরবি প্রকল্প অফিস প্রশিক্ষণ কক্ষ এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

 কর্মশালার প্রধান লক্ষ্য ছিল—স্থানীয় পর্যায়ে জলবায়ু অভিযোজন পরিকল্পনা শক্তিশালী করা, সম্প্রদায়ের সক্ষমতা বৃদ্ধি, এবং অংশগ্রহণভিত্তিক পরিকল্পনার মাধ্যমে টেকসই জলবায়ু সহনশীলতা প্রতিষ্ঠা।

অনুষ্ঠানের উদ্বোধনে উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ৪ নং ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি কাজল কান্তি, সংরক্ষিত মহিলা মেম্বার নিপা ও পলাশী। এছাড়াও উপস্থিত ছিলেন সিসিডিবি–পিসিআরসিবি প্রকল্পের উপজেলা সমন্বয়কারী- স্টিভ রায় রূপন, সিসিডিবি–সিসিআরবি প্রকল্পের সকল কর্মকর্তা ও কর্মীবৃন্দ, এবং ফ্রেন্ডশিপের প্রোগ্রাম অফিসার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *