শ্যামনগর প্রতিনিধি: বৃহস্পতিবার সকাল ১১টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার যাদবপুর সরকারি প্রাইমারী স্কুল মাঠ চত্তরে বিনা উপকেন্দ্র সাতক্ষীরা ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সাতক্ষীরার বাস্তবায়নে এবং পিবিআরজি, এনএটিপি ফেজ-২ , বিএআরসি, ঢাকার অর্থায়নে বসতবাড়ীতে বছরব্যাপী সবজিচাষ জনপ্রিয়করণ ও সম্প্রসারণের লক্ষে মাঠ দিবসের আয়োজন করা হয়।
মাঠ দিবসে ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্য রাখেন বিনা ময়মনসিংহ এর মহাপরিচালক ড.মির্জা মোফাজ্জেল ইসলাম।
প্রধান অতিথি বক্তব্যে বসতবাড়ীর আঙ্গিনায় ও স্কুল মাঠে সবজি চাষের গুরুত্ব তুলে ধরেন। তিনি কৃষকদের পুষ্টির চাহিদা পূরণে বছরব্যাপী বিভিন্ন প্রকার শাক-সবজি বাড়ীতে চাষ করার পরামর্শ প্রদান করেন।
বিনা,সাতক্ষীরার ভারপ্রাপ্ত কর্মকর্তা ড.মোঃ বাবুল আক্তারের সভাপতিত্বে মাঠ দিবসে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিনা, ময়মনসিংহের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড.মোঃ রোকনুজ্জামান, উপজেলা কৃষি অফিসার এস এম এনামুল ইসলাম, বিনা, ময়মনসিংহের বৈজ্ঞানিক কর্মকর্তা আল আরাফাত তপু, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আলী হাসান, বিনা, সাতক্ষীরার বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ সেলিম রেজা, মোঃ মশিউর রহমান, সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা মাফিজুর রহমান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষক মোঃ আবু সরোয়ার, শেখ ফজলুল হক প্রমুখ।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply