,

শ্যামনগরে সাংবাদিক ও পৌর কাউন্সিলরদের সাথে মতবিনিময় করলে ইতালি প্রবাসী মোস্তফা আবুবকর

এম কামরুজ্জামান,শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃসাতক্ষীরা’র শ্যামনগরে সাংবাদিক ও পৌর কাউন্সিলরদের সাথে মতবিনিময় করলে ইতালি প্রবাসী বিশিষ্ট সমাজসেব দানবীর মোঃ মোস্তফা আবুবকর।
রবিবার ২রা জুন সকাল ১১ টায় পাবলিক লাইব্রেরী হল রুমে নিউজ সারাদিন অনলাইন পোর্টালের আয়োজনে উপজেলা প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আলহাজ্ব শেখ আফজালুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক দানবীর ইতালি প্রবাসী মোঃ মোস্তফা আবুবকর।অনুষ্ঠান পরিচালনা করেন, প্রেসক্লাবের সদস্য ও কাউন্সিলর এসকে সিরাজ।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃ আবু সাঈদ, সাবেক সহ-সভাপতি আনিছুর রহমান আনিস, সাংগঠনিক সম্পাদক এম কামরুজ্জামান, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, সাধারণ সম্পাদক সরদার আমজাদ হোসেন মিঠু, অনলাইন নিউজ ক্লাবের সভাপতি মারুফ হোসেন মিলন, প্রেসক্লাবের সদস্য জিএম আব্দুল কাদের,ডাঃ তপন কুমার বিশ্বাস,আসাদুজ্জামান লিটন, সামিউল ইসলাম মন্টি,এস এম মিজানুর রহমান সহ কর্মরত সাংবাদিক বৃন্দ ও শ্যামনগর পৌরসভার কাউন্সিলর বৃন্দ।ইতালি প্রবাসী মোস্তফা আবুবকর তার বক্তব্যে বলেন,সমাজের ছিন্নমূল মানুষের জন্য পাশে থেকে তথা মসজিদ মাদ্রাসা এবং দুস্ত শিক্ষার্থীর পাশে দাঁড়িয়ে দীর্ঘদিন সেবা করে যাচ্ছি। আমি দীর্ঘদিন ইতালিতে প্রবাসী জীবন যাপন শেষে বর্তমান ঢাকা ও শ্যামনগরে বসবাস করছি। সাংবাদিকরা তাদের বক্তব্যে তার এ মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। সাথে সাথে এমন মহৎ কাজে এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতার করার আশ্বাস প্রদান করেন। এ সময় শ্যামনগরের কর্তব্যরত সাংবাদিকসহ পৌরসভার কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *