,

শ্যামনগরে সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত 

শ্যামনগর ব্যুরোঃ সাতক্ষীরার শ্যামনগরে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আইনবহির্ভূত নানামুখী বাঁধা,হুমকি ও কাজে হস্তক্ষেপের প্রতিবাদে সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শ্যামনগর উপজেলার সাংবাদিক সমাজের আয়োজনে মঙ্গলবার(১৮ মার্চ) বেলা ১১টায় শ্যামনগর মাইক্রোবাস স্ট্যান্ড চত্বরে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আযম মনিরের সভাপতিত্বে এবং উপজেলা রিপোর্টার্স ক্লাবের গাজী আল ইমরান এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দৈনিক প্রথমআলোর সাতক্ষীরার নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী।তিনি বলেন, “গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকার গণতন্ত্রের অন্যতম স্তম্ভ। সাংবাদিকদের হয়রানি, হুমকি ও আইনি জটিলতায় ফেলা কেবল ব্যক্তিগত দায়িত্ব পালনের বাধা নয়, এটি পুরো গণতান্ত্রিক ব্যবস্থার জন্য হুমকি। প্রশাসনকে অবশ্যই সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন ডিবিসির সাতক্ষীরা জেলা প্রতিনিধি বেল্লাল হোসেন। বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সম্পাদক মোস্তফা কামাল,কার্যনির্বাহী সদস্য রনজিৎ বর্মন,উপজেলা রিপোর্টার্স ক্লাবের আহবায়ক জি এম খলিলুর রহমান, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বেলাল হোসেন,সাংবাদিক শেখ আফজালুর রহমান, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, অনলাইন প্রেসক্লাবের সভাপতি মারুফ হোসেন মিলন, সীমান্ত প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী, রিপোর্টার্স প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য আসাদুজ্জামান

সাংবাদিক হুসাইন বিন আফতাব, সাংবাদিক মোমিনুর রহমান সহ অন্যান্য সাংবাদিক বৃন্দ।বক্তারা বক্তব্যে বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন।সাংবাদিকরা অসত্য ও অন্যায়ের কাছে মাথানত করেনা।সকলকে নীতিমালা মেনে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা ও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *