মোঃ আল আমিন গাজী,শ্যামনগর মুন্সিগঞ্জ প্রতিনিধি:ফ্রেন্ডশিপ ও সিসিডিবি কর্তৃক বাস্তবায়নাধীন সিসিআরবি প্রকল্পের আওতায় আজ মঙ্গলবার দিনব্যাপী সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের সিসিআরবি প্রকল্প অফিস হলরুমে ওয়ার্ড নং ২ ও ৪-এর অন্তর্ভুক্ত সেন্ট্রাল কালীনগর ও পূর্ব কালীনগর গ্রামের পার্শ্ববর্তী মালঞ্চ নদীর ভেড়িবাঁধ সংলগ্ন চরাঞ্চলে সামাজিক বনায়নের উদ্দেশ্যে একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়।
উক্ত উপদেষ্টা কমিটিতে মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ওয়ার্ডের পুরুষ ও নারী সদস্যগণ অন্তর্ভুক্ত রয়েছেন। উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সামাজিক বনায়নের ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের লক্ষ্যে ১৫ সদস্য বিশিষ্ট একটি ম্যানগ্রোভ ম্যানেজমেন্ট কমিটি (এমএমসি) গঠন করা হয়েছে। কমিটিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবক, জলবায়ু ও পরিবেশ বিষয়ে অভিজ্ঞ সদস্য, এবং সামাজিক বনায়নে অভিজ্ঞ নারী-পুরুষদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
অদ্যকার প্রথম সভায় এমএমসি’র গঠনতন্ত্র পাঠপূর্বক পর্যালোচনা করা হয় এবং উপদেষ্টা পরিষদ ও কমিটির সদস্যদের দায়িত্ব ও করণীয় সম্পর্কে অবহিত করা হয়। সভায় বক্তব্য রাখেন—কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জামাল ফারুখ, কোষাধ্যক্ষ রবীন্দ্রনাথ জোয়াদ্দার, সাধারণ সম্পাদক অজিত কুমার সরদার, সভাপতি মোঃ নজরুল ইসলাম, উপদেষ্টা পরিষদের সদস্য কাজল কান্তি সরদার, এনজিও প্রতিনিধি এবং সুন্দরবন প্রেস ক্লাব, সাতক্ষীরার সভাপতি জনাব বিলাল হোসেন।
বক্তারা বলেন, বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় অঞ্চল—বিশেষ করে সুন্দরবন সংলগ্ন এলাকাগুলোতে পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, স্থানীয় জনগণের জীবিকায়ন এবং অংশগ্রহণমূলক বন ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে এই ম্যানগ্রোভ ম্যানেজমেন্ট কমিটি একটি গণতান্ত্রিক ও কার্যকর ভূমিকা রাখবে।
এসময় বক্তারা সামাজিক বনায়নের মাধ্যমে উপকূলীয় জনপদের সবুজ বেষ্টনী পুনর্গঠন এবং স্থানীয় জনগণকে সম্পৃক্ত করার আহ্বান জানান।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply