মো:আল আমিন গাজী,শ্যামনগর মুন্সিগজ্ প্রতিনিধি:জলবায়ু সহনশীল কমিউনিটি গঠনের লক্ষ্যে সিসিডিবি কর্তৃক বাস্তবায়িত পিসিআরসিবি-২ প্রকল্পের আয়োজনে রবিবার সকাল ১০ টায় দিন ব্যাপী “ওয়ার্ড ভিত্তিক বাৎসরিক ফসল পঞ্জিকা প্রনয়ন বিষয়ক কর্মশালা” আয়োজন করা হয়েছে।
বনবিবিতলা ও ভামিয়া গ্রামে ২৫ জন কৃষকের অংশগ্রহণে পিসিআরসিবি-২ প্রকল্প শ্যামনগর এর বাস্তবায়নে, সিসিডিবি প্রকল্প অফিসের কনফারেন্স রুমে (২রা নভেম্বর) তারিখ রবিবার সকাল ১০টায় “ওয়ার্ড ভিত্তিক বাৎসরিক ফসল পঞ্জিকা প্রনয়ন বিষয়ক কর্মশালা” অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নাজমুল হুদা-উপজেলা কৃষি অফিসার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জামাল হোসেন- উপ-সহকারী কৃষি কর্মকর্তা। কর্মশালাটিতে সভাপতিত্ব করেন সিসিডিবি সংস্থার উপজেলা সমন্বয়কারী স্টিভ রায় রূপন। এ সময় প্রকল্পের পক্ষে উপস্থিত ছিলেন হিসাবরক্ষণ কর্মকর্তা ন্যান্সি বিশ্বাস, বিজনেস ডেভেলপমেন্ট অফিসার অমিতাভ হালদার, মাঠ সংগঠক জগদীশ সরদার, থার্ম্যান আতিওয়ারা, দিল আফরোজ।
কর্মশালাটির মাধ্যমে উপজেলা কৃষি অফিসার ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মহোদয় অত্র বনবিবিতলা ও ভামিয়া গ্রামের সারা বছর ফসল চাষাবাদের নিমিত্তে ওয়ার্ড ভিত্তিক বাৎসরিক ফসল পঞ্জিকা প্রণয়নের লক্ষ্যে কৃষি বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য কৃষকদের মাঝে তুলে ধরেন, স্থানীয় কৃষকরা এ সময় তাদের উৎপাদিত বিভিন্ন শাক-সবজি, ফসল মাস ও কৃষি মৌসুম ভিত্তিক উপস্থাপন করেন। উপজেলা কৃষি অফিসার আশা ব্যক্ত করেন যে অত্র ভামিয়া ও বনবিবিতলা গ্রামে এই ফসল পঞ্জিকা অনুসরণের মাধ্যমে কৃষকগণ সারা বছর মাস এবং মৌসুম ভিত্তিক বিভিন্ন চাষাবাদ করতে পারবে, কৃষকরা নতুন ফসল সম্পর্কে পরিচিত হবে এতে করে লবণাক্ত এলাকায় কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে। উপজেলা কৃষি অফিসার সিসিডিবি সংস্থার এধরনের মহতি উদ্যোগকে স্বাগত জানান এবং উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply