এম,কামরুজ্জামান,শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরা’র শ্যামনগরে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড(এসআইবিএল) উপজেলার হায়বাতপুর মোড়ে ব্যাংকের ১৭০তম শাখার উদ্বোধন করেছে।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বেলা ১১ টায় ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান কার্যালয় হতে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ তাজুল ইসলাম শাখাটির উদ্বোধন করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংক,(খুলনা) ডি.জি.এম.ডাঃ শেখ রাফিউল্লাহ,সোশ্যাল ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখার ব্যবস্থাপক মোঃ রাশিদুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক তুফান কোম্পানির চেয়ারম্যান আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক মোঃ লুৎফর রহমান, শেখ আব্দুল জব্বার, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হাবিবুর রহমান,সোশ্যাল ইসলামী ব্যাংক শ্যামনগর শাখার ব্যবস্থাপক মোঃ জাবির হোসেন প্রমুখ। ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply