,

শ্যামনগরে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ এর পক্ষ হতে বিভিন্ন মন্দির প্রদর্শনে মোটরসাইকেল শোভাযাত্রা

এম,কামরুজ্জামান,শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা’র শ্যামনগরে সনাতন ধর্মাবলম্বলীদের সবচাইতে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উপল্যক্ষে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ এর পক্ষ হতে অষ্টর্মীতে শারদীয় প্রতিমা প্রদর্শনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৩ অক্টোবর সকাল ১০ টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সামনে হতে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি বিষ্ণুপদ মন্ডল ও সাধারণ সম্পাদক জয়দেব বিশ্বাসের নেতৃত্বে ৫০-৬০টি মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে শ্যামনগর উপজেলার ৬৫ টি শারদীয় দুর্গোপ্রতিমা প্রদর্শন করেন। আরো উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান পরিষদের সভাপতিমন্ডলীর সদস্য শিক্ষক সনজিৎ দাস,কিরণ সরকার সহ কমিটির বিভিন্ন পর্ষয়ের নেতৃবৃন্দ।
এসময় বিভিন্ন পুজামন্ডপ প্রর্দশন করে নেতৃবৃন্দ বলেন, “ধর্ম যার যার উৎসব সবার এমন নীতি আর্দশ নিয়েই রাষ্ট পরিচালনা করছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। সবাইকে সত্য ও সুন্দর সমাজ প্রতিষ্ঠায় এগিয়ে এসে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনে কাজ করে যেতে হবে। সর্বজীবের মঙ্গলার্থে সনাতন ধর্মাবলম্বলীরা বিপুল উৎসব মুখর পরিবেশে নানা উপচার ও অনুষ্ঠানাদির মাধ্যমে প্রতিবছর উদযাপন করে যাচ্ছেন শারদীয় দুর্গোৎসব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *