,

শ্যামনগরে ৩৬ বোতল ভারতীয় মদ জব্দ করেছে কোস্টগার্ড

এম কামরুজ্জামান,শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃসাতক্ষীরা’র শ্যামনগর থেকে ৩৬ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। কোস্ট গার্ড পশ্চিম জোন মিডিয়া কর্মকর্তা লেও বিএন মোঃ মুনতাসির ইবনে মহসীন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ২২শে অক্টোবর রোববার ৪ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধিনস্থ বিসিজি স্টেশন কৈখালী কর্তৃক সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন পাঁচ নদীর মুখ সংলগ্ন টেকের মাথা এলাকায় বিশেষ অভিযান পরিচাল না করা হয়। অভিযান চলাকালীন ২ জন ব্যক্তির গতিবিধি সন্দেহ জনক মনে হলে কোস্ট গার্ড সদস্যগণ তাদের দাড়ানোর সংকেত দেয়। সন্দেহজনক ব্যক্তিরা কোস্ট গার্ড এর উপস্থিতি বুঝতে পেরে রাতের অন্ধকারে পালিয়ে যায়।
পরবর্তীতে কোস্ট গার্ড সদস্যরা উক্ত স্থানে তল্লাশী চালিয়ে ঝোঁপের মধ্যে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৩৬ বোতল ভারতীয় মদ জব্দ করতে সক্ষম হয়। পরবর্তীতে জন্মকৃত ভারতীয় মদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *