এম কামরুজ্জামান,শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃসাতক্ষীরা’র শ্যামনগর উপজলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ী এলাকার কয়কটি পরিবারের দীর্ঘ ৫০ বছরের চলাচলর পথবন্ধ করে জোরপূর্বক পাঁচিল দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পরিবারর পক্ষ থেকে জাতীয় সংসদ সদস্য বরাবর অভিযাগ করলে তিনি বিষয়টি স্থানীয়ভাবে সমাধান করার জন্য উপজলা ভাইস চয়ারম্যান কে নির্দশ দেন।
ভাইস চয়ারম্যান বিষয়টি স্বরজমিনে দেখে চলাচলর পথ রেখে পাঁচিল দেওয়ার নির্দেশ দিলেও তাহা মানছে না। অভিযাগ সূত্রে আরো জানা যায় ৮২ নং কলবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়রে জায়গা ৩৩ শতক। উক্ত জায়গার উপর স্কুলের বিল্ডিং ও পুকুর রয়েছে। অথচ বর্তমান স্কুলের পিছন দিয়ে কয়কটি পরিবারর দীর্ঘ ৫০ বছরের চলাচলর পথ বন্ধ করে স্কুলের ম্যানজিং কমিটি জোরপূর্বক পাঁচিল দিচ্ছে।
এ বিষয় স্কুল কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে তারা বলেন, তাদের জায়গায় তারা পাঁচিল দিচ্ছে। তবে ঐ পরিবারগুলার পক্ষ থেকে বলা হয়ছে উক্ত জায়গাটি মাপ জরিপ করলে স্কুলের জায়গা নয় তা প্রমানিত হবে। তারা সঠিকভাব মাপ জরিপর মাধ্যম পাঁচিল দওয়ার জন্য আইন প্রয়াগকারীর আশু হস্ক্ষপ কামনা করছেন।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply