,

শ্যামনগর আদিবাসী মুন্ডা সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত

শ্যামনগর প্রতিনিধি: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা ( সামস) ৯ মার্চ ২০২১ মঙ্গলবার তাদের নিজস্ব কার্যালয়ে দিবস টি উদযাপন করে। এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় ছিল ” নেতৃত্বে নারীঃ কোভিড – ১৯ বিশ্ব সাফল্যে চাই নারী পুরুষের সমতা” অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা OCC অফিসার প্রনব বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ফাদার লুইজি পাজ্জী, আশ্রম পরিচালক, যীশুনাম আশ্রম। কৃষ্ণ পদ মুন্ডা, পরিচালক ( সামস )। চম্পা মুন্ডা, সম্পাদিকা, সুন্দরবন আদিবাসী মুন্ডা মহিলা সমবায় সমিতি লিমিটেড। রাম প্রসাদ মুন্ডা, সহ-সভাপতি সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা ( সামস ) গোপাল চন্দ্র মুন্ডার সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সনজয় মাঝি কর্মসূচী সংগঠক (সামস) আদিবাসী সমাজ উন্নয়নে পেশাগত কাজের স্বীকৃতি স্বরুপ দুটি প্রতিষ্ঠান সুন্দরবন আদিবাসী মুন্ডা মহিলা সমবায় সমিতি লিমিটেড, সুন্দরবন মুন্ডা জাতির মহিলা সংগঠন এবং বিমলা মুন্ডা, দিপালী মুন্ডা, রুমিলা মুন্ডা, তিনজন ব্যাক্তিকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *