,

শ্যামনগর উপকূলীয় বেড়িবাঁধে বসানো অবৈধ পাইপ উচ্ছেদ অভিযান।

মো: আল আমিন গাজী,মুন্সিগঞ্জ প্রতিনিধিঃসাতক্ষীরার উপকূলীয় এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধ ভাঙনরোধে বাঁধ ছিদ্র করে বসানো অবৈধ পাইপ অপসারণ শুরু করেছে পাউবো কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১২আগস্ট) উপকূলীয় শ্যামনগর উপজেলার আটুলিয়া ও বুড়িগোয়ালিনী ইউনিয়নে বেড়িবাঁধের মধ্য দিয়ে স্থাপিত অবৈধ পাইপ উচ্ছেদ অভিযান পরিচালনা করে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরার কর্মকর্তারা।

অভিযানকালে সেখানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড বিভাগ-১ এর উপবিভাগীয় প্রকৌশলী (এসডিই) মোহাঃ ইমরান সরদার, উপ সহকারী প্রকৌশলী ফরিদুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্যগণসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *