,

শ্যামনগর উপজেলার ৭নং মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা

এম আব্দুর রহমান বাবু,বিশেষ প্রতিনিধি:শ্যামনগরে সুন্দরবন উপকূলীয় ৭ নম্বর মুন্সিগঞ্জ ইউনিয়নে ১ কোটি ৯৩ লাখ ৬২ হাজার ৬১৪ টাকার বার্ষিক উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (৩০ মে) বিকাল ৫ টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উন্মুক্ত বাজেট অধিবেশনে মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অসীম কুমার মৃধা আনুষ্ঠানিকভাবে বাজেট ঘোষণা করেন।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ৪ আসনের মাননীয় সংসদ সদস্য বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এস এম জগলুল হায়দার এমপি ।
প্রধান অতিথি এস এম জগলুল হায়দার এমপি তার বক্তব্যে বলেন , বর্তমান সরকার উন্নয়নের সরকার, উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে চলছে। মাননীয় প্রধানমন্ত্রীর সাহসী নেতৃত্বে পদ্মা সেতুর কাজ সম্পন্ন হয়েছে। দেশের কোটি কোটি মানুষের করোনার ভ্যাকসিন দেওয়া হয়েছে। এই মুন্সিগঞ্জ ইউনিয়নের মানুষ নৌকা পাগল মানুষ। আপনারা বিপুল ভোটে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী ছোট ভাই অসীম মৃধাকে বিজয়ী করেছেন। তাই এই ইউনিয়নের উন্নয়নের দায়িত্ব আমার কাঁধে তুলে নিলাম।
চেয়ারম্যান অসীম মৃধার সঞ্চালনায় ও সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান নীপা চক্রবর্তী,পলাশী রানী,রেহানা বেগম,হরিদাস হালদার,প্যানেল চেয়ারম্যান উৎপল জোয়াদ্দার, জিয়াউর রহমান, দেবাশীষ গায়েন, কাজল সরদার,আনারুল ইসলাম,আব্দুল জলীল,জাহাঙ্গীর হোসেন,সিরাজুল ইসলাম, ইউপি সচীব আসাদুল ফারুক, হরিনগর বনশ্রী শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক আব্দুল করিম সহ
ইউনিয়নের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, গণমাধ্যম কর্মী, সমাজসেবক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।
ছবির ক্যাপশন:শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণায় বক্তব্য রাখছেন এমপি জগলুল হায়দার,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *