শ্যামনগর ব্যুরোঃ ঐক্যবদ্ধতা ও সাংবাদিকতার নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে ২০১৭ সালে প্রতিষ্ঠিত সাতক্ষীরার শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের নাম পরিবর্তন করে ‘ রিপোর্টার্স ইউনিটি,শ্যামনগর’ গঠন করা হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) ক্লাবের নিজস্ব কার্যালয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মারুফ বিল্লাহ রুবেল এর সঞ্চালনায় ক্লাবের সকল সদস্য একমত হন যে, পরিবর্তিত প্রেক্ষাপটে একটি বৃহত্তর পেশাদারী প্ল্যাটফর্ম প্রয়োজন। এরই ধারাবাহিকতায় সর্বসম্মতিক্রমে ক্লাবের নাম পরিবর্তন করে ‘রিপোর্টার্স ইউনিটি,শ্যামনগর ‘ রাখার সিদ্ধান্ত হয়।
একই সাথে সংগঠনের গঠনতন্ত্র সংশোধন এবং কার্যক্রমকে আরও গতিশীল করার সিদ্ধান্ত গৃহীত হয়।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply