বিশেষ প্রতিনিধিঃআগামী ১৭ই মে খুলনায় স্বেচ্ছাসেবকদল, যুবদল এবং ছাত্রদলের যৌথ উদ্যোগে তারুণ্যের সমাবেশ সফল করার লক্ষ্যে শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবকদলের আয়োজনে ও শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য জিএম রায়হান কবিরের সঞ্চালনায় প্রস্তুুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত প্রস্তুুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এড. কামরুজ্জামান ভুট্টো, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সিঃ যুগ্ম আহ্বায়ক প্রভাষক আনারুল ইসলাম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিব শেখ শরিফুজ্জামান সজীব, সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুলফিকার সিদ্দীক, এছাড়াও আরো উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য রিপন, মান্নান, রেজাউল, বাবু, আরিফিন, নুরুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরিফুজ্জামান আরিফ, সদস্য মেহেদী, রাজকানী সেলিম, মফিজ।
প্রস্তুতি সভায় বিপুল পরিমাণ নেতাকর্মী উপস্থিত হন, অতিথিরা তারুণ্যের সমাবেশ সফল করার জন্য নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply