,

শ্যামনগর দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ ডাম্পার

মোঃ আল আমিন,মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
উপকূলীয় প্রতিনিধি, শ্যামনগর সাতক্ষীরাঃ সাতক্ষীরার শ্যামনগরে বিভিন্ন সড়ক-মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে প্রাণঘাতী ইটভাটার মাটি, বালু ও ইট বহনকারী ডাম্পার, ট্রাক্টর (টলি) ও শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ যানবাহন।

এতে একদিকে নষ্ট হচ্ছে সড়ক, অন্যদিকে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। হচ্ছে শব্দদূষণ। বাতাসে ওড়া ধুলাবালুর প্রভাব পড়ছে পরিবেশের উপর। বাড়ছে মৃত্যুর ঝুঁকি। প্রশাসনের নাকের ডগায় এ ধরনের অবৈধ যানবাহন চলাচল করলেও অদৃশ্য কারণে প্রশাসন আছে নীরব ভূমিকায়। এতে ক্ষুব্ধ সাধারণ নাগরিকরা। প্রশাসনের কাছে এসব গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি গাজী আল ইমরান বলেন, উপজেলার বিভিন্ন সড়ক-মহাসড়কে প্রতিনিয়ত অবৈধ যানবাহন চলাচল করে। এসব অবৈধ যানবাহনের বিষয়ে এখনও পর্যন্ত তেমন কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। ধরনের অবৈধ যানবাহন বন্ধে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

দৈনিক যশোর প্রতিনিধি মোঃ মনিরুজ্জামান জুলেট বলেন, ইটভাটার মাটি, বালু ও ইট বহনের ডাম্পার, ট্রাক্টরের চাকায় কোটি কোটি টাকার সড়ক নষ্ট হচ্ছে। শব্দদূষণ ও ধুলাবালুর প্রভাব পড়ছে পরিবেশের ওপর। প্রাণহানিও ঘটছে প্রতিনিয়ত। এসব যানবাহন ও চালকদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

দৈনিক অগ্রদূত এর মুন্সীগঞ্জ প্রতিনিধি মোঃ আল আমিন বলেন,ডাম্পারের মাটি রাস্তায় যত্রতত্র ভাবে পড়ে থাকার কারণে হলকা বৃষ্টি হলে রাস্তা পিচ্ছিল হয়ে ঘটতে পারে ছোট বড় সড়ক দুর্ঘটনা।

এসব যানবাহন চালকদের ড্রাইভিং লাইসেন্সও নেই।এই অবৈধ ডাম্পার বিরুদ্ধে প্রশাসনের কাছে হস্তক্ষেপ কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *