শ্যামনগর,সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার তিন টি ইউনিয়নের তৃণমূল পর্যায়ে সিবিও/সিএসও/ লোককেন্দ্র এর সদস্যদের নিয়ে বিশেষ করে নারী ও ইয়ুথ-দের নিয়ে একশানএইড বাংলাদেশ এর আর্থিক সহযোগিতায় সোসাইটি ফর পর্টিসিপেটরী এডুকেশন এন্ড ডেভেলপমেন্ট (এসপিইডি) কর্তৃক ১৭-১৮ নভেম্বর২০২৩ইং রোজ শুক্রবার ও শনিবার এই ২ দিন ব্যাপী এক প্রশিক্ষণের আয়োজন করে। স্থান : শ্যামনগর পাবলিক লাইব্রেরী হল রুমে। উদ্দেশ্য: কর ন্যায্যতা, সেবা দানকারী প্রতিষ্ঠানের সেবা ও জবাবদিহিতা নিশ্চিত করুন বিষয়কর্ম প্রশিক্ষণ : “জেন্ডার সংবেদনশীল জনসেবা ও সামাজিক নিরীক্ষা ”
প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল তৃণমূল পর্যায়ের সিবিও/সিএসও/লোককেন্দ্র এর মাধ্যমে বিশেষ করে নারী ও ইয়ুথদেরকে ‘ জেন্ডার সংবেদনশীল জনসেবা ও সামাজিক নিরীক্ষা বিষয়ে দক্ষ করে তোলা যাতে করে তারা বাজেট ও কর , সুশাসন সেবাদানকারী প্রতিষ্ঠানের সেবার মান বৃদ্ধি, প্রাপ্তিতে জবাবদিহিতার পরিবেশ তৈরি হয়। সেই লক্ষ্যের প্রশিক্ষণ পেয়ে তরুণ যুবরা বলেন আমরা এতো গুরুত্বপূর্ণ একটা বিষয় প্রশিক্ষণ পেয়ে একশান এইড বাংলাদেশ এর কাছে চিরো কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং সেই সাথে সাথে এ ধরনের কার্যক্রমের সাথে উপকূলীয় অঞ্চলের যুব নারী এবং ইয়ুথ যুক্ত রাখা আহবান করেন প্রশিক্ষণ আত্মীরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করে।
প্রশিক্ষণে সহায়ক হিসেবে ছিলেন জনাব মোঃ ফজলুর রহমান, প্রতিনিধি এসপিইডি
যুব সংগঠন মো মোমিনূর রহমান । প্রশিক্ষণ বাস্তবায়নে সার্বিকভাবে কারিগরি সহায়তা প্রদান করে একশান এইড বাংলাদেশ, এলআরপি-৫৪, শ্যামনগর, সাতক্ষীরা।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply