,

শ্যামনগর পরিবহন বাস টার্মিনালে টয়লেট উদ্বোধন

শ্যামনগর প্রতিনিধি:

শ্যামনগর পরিবহন বাস টার্মিনালে যাত্রীদের দুর্ভোগ কমাতে, উপজেলা নির্বাহী কর্মকর্তার সার্বিক সহযোগিতায়, ওয়ার্ল্ড ভিশনের অর্থায়নে শ্যামনগর পরিবহন কাউন্টার সমিতির সভাপতি গোলাম আযম মতি এর সভাপতিত্বে শুভ উদ্বোধন করা হয়।আধুনিক মানের টয়লেট, যার ব্যয় ধরা হয়েছে ৩৬৪৫৮০.৩৫ টাকা (ভ্যাট + ট্যাক্স ১৪.৫%) সহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিগঞ্জ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সুমন, অত্র ইউনিয়নের সহ সভাপতি মোঃ কবির, উপস্থিত ছিলেন শ্যামনগর বাজার কমিটির সাধারণ সম্পাদক এস. এম. ফিরোজ হোসেন সহ টার্মিনাল এবং অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথি বক্তব্যে বলেন, যাত্রীদের দীর্ঘদিনের চাওয়া পাওয়া ও দুর্ভোগ কমাতে এই টয়লেট নির্মিত করা হয়েছে, এটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব টার্মিনাল কর্তৃপক্ষের এবং আরো বলেন টার্মিনাল উন্নয়নের ক্ষেত্রে আমরা সব সময় কাজ করে যাচ্ছি, বিশেষ অতিথি বক্তব্যে বলেন টার্মিনালের যেকোন সুবিধা অসুবিধা আমরা সব সময় পর্যবেক্ষণ করে থাকি এবং ভবিষ্যতে ও করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *