শ্যামনগর প্রতিনিধিঃ শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের ভামিয়া পোড়াকাটলা রপ্তানবাড়ী সার্বজনীনন মন্দিরটি সংস্কার করা প্রয়োজন।
মন্দিরের পুরোহিত ননী বালা রপ্তান জানান , হিন্দু ধর্মীয় বিধান অনুযায়ী বার মাসে তের পার্বণ করা হয়ে থাকে। বড় বড় পূজা যেমন দূর্গা পূজা, বাসন্তি পূজা, কালী পূজা,মনসা পূজা প্রায় সব পূজা করা হয়। ননী বালা বলেন ঠাকুরের আর্শিবাদে বিভিন্ন রোগী দেখে থাকি । তিনি বলেন ঈশ^রের কৃপায় আমার ঔষধ ঠাকুরের জল ,মাটি, ঘট বিতরণ এ সব কিছ ু করে ভাল হয়। সকল সম্প্রদায়ের মানুষের বাড়ীতে যান ।
উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের ভামিয়া পোড়াকাটলা গ্রামের মৃত নিতাই রপ্তানের স্ত্রী ননী বালা রপ্তান। তিনি বলেন আমার বৃহত সম্পত্তি নাই,ব্যবসা নাই যা দিয়ে এমন বড় বড় পূজা করতে পারব। পূজার আগে বেশ কয়েকটা গ্রাম ঘুরে ভিক্ষা করেন যা অনুদান পান তাই দিয়ে পূজা সম্পন্ন করেন।
তার সকল পূজা অর্চ্চনা করা হয়ে থাকে ছোট ভামিয়া রপ্তানবাড়ী সার্বজনীন মন্দিরে। তিনি বলেন বড় বড় পূজা অনুষ্ঠানে হাজার হাজার মানুষের সমাগম হয়।
তার স্বামী ১৯৭৩ সালে একটা ছেলে ও দুইটা মেয়ে সন্তান রেখে মারা যান। এর পর একটি মেয়েও মারা যায়। বিধবা হয়েও তিনি সধবা অর্থাৎ হিন্দু ধর্মীয় মতে এখনও শাখা সিঁদুর পরে থাকেন। তিনি মন্দিরের মধ্যে থাকেন।
সরজমিনে দেখা যায় মন্দিরের বিভিন্ন স্থানে বিভিন্ন দেব দেবীর ছোট বড় মূর্তি রয়েছে। মন্দিরটি আজও বড় করতে পারিনী সংস্কার করতে পারিনী। তাই যথাযথ কতৃপক্ষের নিকট ভামিয়া রপ্তানবাড়ী সার্বজনীন মন্দিরটি জরুরী ভিত্তিতে সংস্কার কার্যক্রম করার জন্য অর্থ বরাদ্ধের দাবী জানান।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply