এম কামরুজ্জামান,শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ শ্যামনগর প্রাণকেন্দ্রে মুক্তিযোদ্ধা সড়ক টি বহুদিন সংস্কার অভাবে দুইটি ইউনিয়নের মানুষের চলাচলের পথ ও অত্র শ্যামনগর পৌরসভার প্রাণকেন্দ্র মানুষের দুর্ভোগের লাঘব ঘটালেন। সাতক্ষীরা-৪ আসনের মাননীয় এমপি মহোদয় এস এম আতাউল হক দোলন।
উপজেলা প্রকৌশলী অফিস থেকে জানা যায়,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উপহার হিসাবে সাতক্ষীরা-৪ নির্বাচনী এলাকার শ্যামনগর উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের GoB Maintenace প্রকল্পের আওতায় শ্যামনগর শহীদ মুক্তিযোদ্ধা সড়কে RCC ঢালাই কাজ( 550 মিটার , ১৮ ft প্রশস্থ ; ২১৫০ মিটার, ৩মিটার বিসি ) রাস্তার শুভ উদ্ধোধন করেন মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব এস এম আতাউল হক দোলন । এ সময় আরও উপস্থিত ছিলেন উপজলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ,জনাবা খালেদা আয়ুব ডলি, উপজেলা প্রকৌশলী জনাব জাকির হোসেন, টেন্ডার প্রাপ্ত কন্টাকটার আবুল বাশার সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ । উক্ত কাজের চুক্তিমূল্য ২ কোটি ৮২ লাখ টাকা।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply