মেহেদি মারুফ,সাতক্ষীরা প্রতিনিধিঃ শ্যামনগরে শোকাবহ পরিবেশে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। ১৫ আগস্ট রোববার বিকেলে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদ (প্রস্তাবিত পৌরসভা) আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম জহরুল হায়দার ( বাবু) । আলোচনা সভায় বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নয়বেকি মহা বিদ্যালয়ের অধ্যক্ষ জুলফিকার আলী মেহেদী লিটন লিটন, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রবীন্দ্রনাথ বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম, প্রভাষক মোশারফ হোসেন, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ নন্দ মুখার্জি, চিংড়িখালি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়দেব বিশ্বাস, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের শ্যামনগর উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ব্যাংকার বিষ্ণুপদ মন্ডল, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাংবাদিক আকবর কোবীর , আলমামুন লিটন, শেখ সুজন। বক্তারা ১৫ ই আগস্ট নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া চান।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply