,

শ্যামনগর ১৯০ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারি ও নেট পড়ানোর অভিযোগ

এম কামরুজ্জামান,শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃসাতক্ষীরা’র শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের ১৯০ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারি ও নেট পড়ানোর অভিযোগ পাওয়া গেছে।
স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি এস এম শফিউল্লাহ জানান, কাশিমাড়ী ইউনিয়নের বোল্যাটোপ গ্রামের শহিদ সরদারের ছেলে এনামুল সরদার (২৮) এর নেতৃত্বে ও স্কুলের পার্শ্ববর্তী চা পানের দোকান আব্দুল গাফফার গাজী (৩০) এর উস্কানিতে গত ১৮ অক্টোবর গভীর রাতে এনামুলসহ একটি সঙ্ঘবদ্ধ দল স্কুলের ভিতর প্রবেশ করে স্কুলের বাউন্ডারি ঘেরা ভেঙে ফেলে ও নেট গুলি আগুন দিয়ে পুড়েয়ে দেয়।
তিনি আরো জানান, এনামুলের নেতৃত্বে একটি সঙ্ঘবদ্ধ চক্র প্রায় সময় স্কুলের মাঠে জোরপূর্বক খেলাধুলা করে। সে সময় স্কুলের প্রধান শিক্ষক মোছাঃ হালিমা খাতুন ও ম্যানেজিং কমিটির সদস্যরা তাদেরকে নিষেধ করলে তারা চড়াও হয়ে বিভিন্ন ভয় ভীতি দেখিয়ে স্থান ত্যাগ করে।
আমার অত্র ইউনিয়নের ইউপি চেয়ারম্যান গাজী আনিসুজ্জামান আনিস ও ইউপি সদস্য জামিরুল আলম বাবলু, ইউপি সদস্য শাহাবুদ্দিনকে জানানো হয়।
এবং তারা সরেজমিনে যেয়ে নিজ চোখে দেখেন।
আরো বলেন, আমার ম্যানেজিং কমিটির সাথে আলোচনা করে দ্রুত অফিসার বরাবর উপজেলা নির্বাহী অফিসার বরাবর দরখাস্ত দেবেন বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *