,

শ্রীকৃষ্ণের ৫২৪৯ তম “শুভ আবির্ভাব তিথি” উদযাপনের লক্ষ্যে পূজা উদযাপন পরিষদের প্রস্তুতি সভা

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি।।সাতক্ষীরার শ্যামনগরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৯ তম “শুভ আবির্ভাব তিথি”-২০২৩ উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্যামনগর উপজেলা শাখার উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্যামনগর উপজেলা শাখার সভাপতি রবীন্দ্রনাথ বিশ্বাস এর সভাপতিত্বে ১৮ আগস্ট শুক্রবার সকাল ১১ টায় শ্যামনগর উপজেলা পাবলিক লাইব্রেরীর হল রুমে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্যামনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কৃষ্ণপদ মন্ডল এর সঞ্চালনায় প্রস্তুতি সভায় এসময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও সাবেক সভাপতি পরিমল কৃষ্ণ মন্ডল, সহ-সভাপতি কৃষ্ণনন্দ মুখার্জি, সহ-সভাপতি অনাথ চন্দ্র হালদার, সহ-সভাপতি দীনেশ চন্দ্র মন্ডল, সহ- সম্পাদক পরিমল কর্মকার ও সুশান্ত কুমার বিশ্বাস, কোষাধ্যক্ষ কার্তিক চন্দ্র দত্ত এবং ১২ টি ইউনিয়নের সভাপতি- সম্পাদক সহ অন্যান্য বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। “শুভ জন্মাষ্টমী” উদযাপন সফলতার সাথে সম্পন্ন করতে নেতৃবৃন্দ ফলপ্রসূ আলোচনা রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *