,

সংস্কারের গল্প বলে নির্বাচন নিয়ে কালক্ষেপনের সুযোগ নেই : নোয়াখালীতে আমির খসরু মাহমুদ চৌধুরী

মোঃ আবুল বাসার,নোয়াখালী প্রতিনিধিঃ
বিএনপি’র স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী অন্তবর্তী সরকারের উদ্দেশ্যে বলেন, সংস্কারের গল্প বলে নির্বাচন নিয়ে কালক্ষেপনের সুযোগ নেই। আপনাদের দায়িত্ব হলো অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য একটি নির্বাচন দিয়ে, নির্বাচিত সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর করা। জনগণের মেন্ডেট ছাড়া রাষ্ট্র পরিচালনা করার কাহারো কোন সুযোগ নেই। তিনি বুধবার সন্ধ্যায় নোয়াখালী জেলা শহর মাইজদীতে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আইনশৃঙ্খখলার উন্নয়ন ও দ্রুততম সময়ে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে নোয়াখালী জেলা বিএনপির উদ্যোগে বুধবার বিকেলে জেলা শহর মাইজদী শহীদ মিনার চত্বর ও জজ কোট প্রাঙ্গণে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আমির খসরু মাহমুদ চৌধুরী আরো বলেন, জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য গত ১৬ বছর আমরা আন্দোল সংগ্রাম করেছি। জবাবদিহীতার পথ হল জনগণ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচিত করে সংসদে পাঠাবে। সংসদ সদস্যগণ আইন প্রণয়ন করে জনগণের জন্য কাজ করবে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সকলের সমর্থনে বর্তমান অন্তবর্তী সরকার গঠন হয়েছে। আমরা অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়েছি এবং এখনও সর্বাত্মক সহযোগিতা করে আসছি। আপনাদের নিরপেক্ষতা নিয়ে জনগণের মনে সন্দেহ জাগছে। এই সন্দেহ যদি বাস্তবে হয়, তাহলে আপনাদের আর কোনো গ্রহণযোগ্যতা থাকবে না। তিনি দলীয় নেতাকর্মীদের নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিয়েছেন।নোয়াখালী জেলা বিএনপি’র আহবায়ক মাহাবুব আলমগীর আলোর সভাপতিত্বে ও সদস্য সচিব হারুনুর রশিদ আজাদের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সংসদে সাবেক বিরোধীদলীয় চিফ হুইফ জয়নুল আবদিন ফারুক, চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এএম মাহাবুব উদ্দিন খোকন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, সহ সংগঠনিক সম্পাদক ভিপি হারুনুর রশিদ,

সহ সংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, জাতীয় নির্বাহী কমিটির সহ পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বজলুল করিম চৌধুরী আবেদ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট আব্দুর রহিম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মামুনুর রশিদ মামুন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফোরকানই-এলাহী, কাজী মফিজুর রহমান, জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক এড. এবিএম জাকারিয়া, বেলজিয়াম বিএনপি’র সাধারণ সম্পাদ ইকবাল হোসেন বাবু, সদর উপজেলা বিএনপি’র সভাপতি সলিম উল্লাহ বাহার হিরন, নোয়াখালী শহর বিএনপি সভাপতি আবু নাসের, জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম কিরণ, চৌমুহনী পৌর বিএনপি সভাপতি জহির উদ্দিন হারুন, জেলা যুবদল সভাপতি মনজুরুল আজিম সুমন, সোনাইমুড়ি পৌর বিএনপি’র সভাপতি মোতাহের হোসেন মানিক, চাটখিল উপজেলা বিএনপি সদস্য সচিব মোহাম্মদ শাহজাহান রানা, বসুরহাট পৌর বিএনপি সভাপতি আব্দুল মতিন লিটন, কবিরহাট পৌর বিএনপি সভাপতি মোস্তাফিজুর রহমান মঞ্জু, বিএনপি নেত্রী শামীমা বরকত লাকি, ভিপি শাহনাজ পারভীন প্রমূখ।সভায় প্রধান অতিথি সহ আলোচকগন ব্যাংককে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান অসুস্থতা জনিত কারণে অনুপস্থিত থাকায় তার জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং তার সুস্থতা ও দীর্ঘ নেক হায়াতের জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন।ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেন, ৯০ এর গনঅভ্যুত্থানের পর বিচারপতি শাহাবুদ্দিন একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ নির্বাচন জাতিকে উপহার দিয়েছিল। বর্তমান অন্তবর্তী সরকারকে আহ্বান জানাবো তেমনি একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের নিকট বুঝিয়ে দিন।জয়নুলাম আবদিন ফারুক প্রদান অতিথির নিকট দাবি জানান, বিগত ১৬ বছর যারা দলের দুর্দিনে কাজ করেনি, তারা যেন, ডলার দিনার রিয়াল নিয়ে উড়ে এসে জুড়ে বসতে না পারে সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানান।সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার এএম মাহাবুব উদ্দিন খোকন বলেন, বর্তমান অন্তবর্তী সরকারের মধ্যে আঃলীগের এজেন্ট আছে, তারা আ’লীগকে স্টাবলিশ করতে চায়। এজন্য তারা স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে চায়। সরকার কোন রাজনৈতিক ষড়যন্ত্র করতে চাইলে তা প্রতিহত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *