,

সকল প্রস্তুতি সম্পন্ন হলেও সাতক্ষীরার নলতার ওরছ শরীফ স্থগিত ঘোষনা

হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলাধীন নলতা শরীফের বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষা ও সমাজ সংস্কারক, সাহিত্যিক, দার্শনিক, সুফী-সাধক, পীরে কামেল হজরত শাহ্ছুফী আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর ২৬, ২৭, ২৮ মাঘ এবং ৯, ১০, ১১ ফেব্রুয়ারী ৩ দিন ব্যাপী অাসন্ন ৫৮ তম বার্ষিক ওরছ শরীফ আপাতত: স্থগিত ঘোষনা করা হয়েছে। মহামারী করোনা ও অমিক্রন ভাইরাসের প্রাদুর্ভাব পুনঃরায় বৃদ্ধি পাওয়ায় সরকারি নির্দেশনা বিবেচনা করে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সভা কক্ষে বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় কার্যনির্বাহী পরিষদের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। উক্ত সভায় স্থানীয় পর্যায়ে কার্যনির্বাহী পরিষদের সদস্যদের সাথে ঢাকা, চট্টগ্রাম, অস্ট্রেলিয়া সহ দেশ এবং দেশের বাহিরের বিভিন্ন স্থানে অবস্থানরত কর্মকর্তা, সদস্যবৃন্দ জুম মিটিং অনুষ্ঠিত হয়৷ নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক আলহাজ্জ মো. এনামুল হক খোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত জরুরী সভায় (জুম) সভাপতিত্ব করেন নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সভাপতি, সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী আলহাজ্জ অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি। গত বছরের ন্যায় নলতা শরীফে আসন্ন ৫৮ তম বার্ষিক ওরছ শরীফ বাইরে থেকে আগত দোকানপাট ছাড়াই শুধুমাত্র মাহফিল অনুষ্ঠানের জন্য প্রস্তুতি সম্পন্ন করার জন্য এগিয়ে চললেও করোনা ভাইরাসের প্রাদুর্ভাব হঠাৎ বৃদ্ধি পাওয়া জরুরি সভায় সরকারি নির্দেশনার আলোকে সার্বিক দিক বিবেচনা করে আগামী ২৬,২৭,২৮ মাঘ এবং ৯,১০,১১ ফেব্রুয়ারি বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার নলতা পাক রওজা শরীফ প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাওয়া ৩ দিন ব্যাপী ৫৮ তম বার্ষিক ওরছ শরীফ আপাতত: স্থগিত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ বিষয়ে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক আলহাজ্জ মো. এনামুল হক’র নিকট আলাপকালে তিনি নলতা শরীফের ৫৮ তম বার্ষিক ওরছ শরীফ আপাতত: স্থগিতের বিষয়টি নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *