,

সড়ক দুর্ঘটনা: রামপুরায় বাস চাপায় নিহত হলেন সারজিস নামের এক যুবক

মোঃ নুরউল্লাহ হোসেন:
ঢাকার রামপুরা ডেল্টা হসপিটালের পাশে সড়ক পার হওয়ার সময় রমজান বাসের ধাক্কায় সারজিস (১৬) নিহত হন ।
পরে বিক্ষুব্ধ জনতা অন্তত দুই টি বাস ভাঙচুর করে থাকে। যানা যায় দুটি বাস পাল্লা দিয়ে চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটে।

শনিবার রাত আট টার পর ঘটনায় জের ধরে সংঘটিত সহিংসতা নিয়ন্ত্রণে আনে পুলিশ পরে ময়না তদন্তের জন্য মৃতদেহ হাসপাতালে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান ডেল্টা হসপিটালের অপজিটি (তিন কন্যা অটো সেন্টার) বাইক সোরুমে কাজ করতো সারজিস ।
এমতাবস্থায় রাস্তা পারাপার করতে যেয়ে রমজান বাসের ধাক্কায় মাঠিতে পড়ে যায় এবং পরের বাস টি এসে চাপা দেই। সাজিদের গায়ের উপরে উঠে বাসের চাকা। পরে বাস দুটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু স্থানীয়দের সহযোগিতায় বাজ দুটি আটক করতে সক্ষম হয়েছে ।
পরে পুলিশ এসে তৎক্ষণিকভাবে সারজিসকে হসপিটালে প্রেরণ করে। সারজিস বাড্ডাতে থাকন এমনটা বলছেন স্থানীয়রা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *