দেবহাটা প্রতিনিধি :সারা দেশের ন্যায় সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলাধীন ঐতিহ্যবাহী সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজে ২৬ মার্চ রবিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’২৩ উদযাপন উপলক্ষে সকাল সাড়ে ৯ টা থেকে কলেজের বিজ্ঞান ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো: শহীদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত দিবসের আলোচনা সভায় কলেজের শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন- হিসাববিজ্ঞান বিষয়ের বিভাগীয় প্রধান ও অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক আলহাজ্জ মো: আকবর আলী, ইসলাম শিক্ষা বিষয়ের মো: আছফারুজ্জামান, ইংরেজি বিষয়ের মো: শাহানুর রহমান, ব্যবস্থাপনা বিষয়ের বিভাগীয় প্রধান মো: মনিরুজ্জামান (মহসিন), রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের বিভাগীয় প্রধান এস এম ফিরোজ আহমেদ, বাংলা বিষয়ের প্রভাষক তৌহিদুজ্জামান ও জীব বিজ্ঞান বিষয়ের শিক্ষক মো: আবু তালেব।
প্রাণিবিদ্যা বিষয়ের প্রভাষক প্রদীপ কুমার মন্ডল এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন প্রভাষক মো: আমিনুর রহমান এবং গীতা পাঠ করেন বিজ্ঞান ১ম বর্ষের শিক্ষার্থী স্মৃতি মন্ডল।
শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন বিজ্ঞান ১ম বর্ষের শিক্ষার্থী শারাবান তাহুরা ও মানবিক ২য় বর্ষের শিক্ষার্থী সমীর ঘোষ।
অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ৮টায় দেবহাটা উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কলেজের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এছাড়া দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মাঠপার্চে কলেজের রোভার স্কাউট গ্রুপ পুরস্কার লাভ করেন।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply