সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : আর.জে .এফ গ্রুপ এর উদ্যোগে ২০১৯ইং সালের সিদ্ধিরগঞ্জের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও বিদ্যালয় থেকে পি.ই.সি,জে.এস.সি এবং ইবতেদায়ী ও জে.ডি.সি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি ছাত্র-ছাত্রীদের বিশেষ সংবর্ধনা, সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। গতকাল চিটাগাংরোড গ্রান্ড তাজ চাইনিজে বিকালে ক্রেস্ট প্রদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট এর বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী- প্রধান আলোচক ডঃ মোহাম্মদ জাকারিয়া সাবেক সচিব ভারপ্রাপ্ত বাংলাদেশ নির্বাচন কমিশন, উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব ব্যারিস্টার জাকির আহাম্মদ বরেন্য রাজনীতিদ ও গণমাধ্যম ব্যক্তিত্ব। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন আলহাজ্ব মোঃ চাঁন মিয়া ( চেয়ারম্যান আর.জে.এফ গ্রুপ)। সিদ্ধিরগঞ্জ,নাসিক-৪-নং ওয়ার্ড, আটি হাউজিং, হাজী ফজলুল হক মডেল হাই স্কুল সাফল্যের সাথে অত্র বিদ্যালয় থেকে ২০১৯ সালে সরকারি বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত ৬ জন শিক্ষার্থীকে সম্মাননা সূচক ক্রেস্ট প্রধান ও বিশেষ পুরস্কার দেওয়া হয়।, পুরস্কার গ্রহণ করেন অত্র প্রতিষ্ঠানের পরিচালক ও ভারপ্রাপ্ত সভাপতি জনাব,হাজী মোঃ কবির হোসেন এবং অত্র বিদ্যালয় প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ শফিউর রহমান। বৃত্তি প্রাপ্তরা হলেন, ফাহমিদা আজরীন রাহা (ট্যালেন্টপুল)। সুমাইয়া আক্তার, নুসরাত জাহান ফিহা, সৃষ্টি হাওলাদার, শাহরিয়ার ফেরদাউস, মারেফুল বারী মাশরাফি (সাধারন)। অনন্যা বিদ্যালয়ের থেকে হাজী ফজলুল হক মডেল হাই স্কুল পড়াশোনার মান অনেক ভালো বলে জানান অভিভাবকরা। অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষীকারা মনোযোগের সহিত পাঠদান করার কারনে স্কুলটি শিক্ষায় সাফল্যে সেরা।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply