,

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস প্রধান উপদেষ্টার

অনলাইন ডেস্কঃ
সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে এক বৈঠককালে তিনি এই আশ্বাস দেন।

সম্পাদকদের সঙ্গে বৈঠকে তিনি জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠায় গণমাধ্যমকে সোচ্চারভাবে সরকারের ভুলত্রুটি তুলে ধরে কাজ করার আহ্বান জানিয়েছেন। এসময় গণমাধ্যমকর্মীদের নামে ঢালাও মামলা না দেওয়ার অনুরোধ জানান সম্পাদকরা।

বৈঠকের পর দ্যা ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম জানিয়েছেন, সাইবার সিকিউরিটি অ্যাক্টের মতো গণমাধ্যম নিয়ন্ত্রণের কালাকানুন বাতিল করার বিষয়ে কথা হয়েছে। তিনি জানিয়েছেন, প্রধান উপদেষ্টার চেষ্টায় সংযুক্ত আরব আমিরাতে কারাদণ্ডপ্রাপ্ত ৫৭ বাংলাদেশি ক্ষমা পেয়েছেন। শিগগিরই তাদের দেশে ফেরত পাঠাবে আমিরাত কর্তৃপক্ষ।

নির্বাচন কবে হবে তা জনগণ ঠিক করবে উল্লেখ করে মাহফুজ আনাম বলেছেন, তারা চান জনগণের চাওয়ার প্রতিফলন যেন গণমাধ্যমে ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *