সাতক্ষীরা সংবাদদাতা: অনলাইন নিউজ পোর্টাল কলারোয়া প্রতিদিনের উদ্যোগে দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৫ ফেব্রুয়ারী শনিবার দুপুর ১টায় সাতক্ষীরা মোজাফ্ফর গাডেনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।
কলারোয়া প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক আসাদুজ্জামান ফারুকের সভাপতিত্বে ও সাংবাদিক আব্দুল আলিমের পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জামায়াতের জেলা সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারী প্রভাষক ওমর ফারুক, দৈনিক সংগ্রাম পত্রিকার জেলা সংবাদদাতা আবু সাইদ বিশ্বাস। কর্মশালায় দৈনিক সোনালি কন্ঠের জেলা প্রতিনিধি মুজাহিদুল ইসলাম, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। কর্মশালায় প্রধান অতিথি উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। রাষ্ট্রে সুশাসন নিশ্চিত করতে সাংবাদিকদের দায়িত্বশীল ভুমিকা রাখতে হবে।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply