,

সাংবাদিক রোজিনাকে হেনস্থা ও আটকের প্রতিবাদে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের মানববন্ধন


শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ
প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্যমন্ত্রণালয় কর্মকর্তা কর্তৃক হেনস্থা, নির্যাতন , মিথ্যা মামলায় হয়রানী ও আটকের প্রতিবাদে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে শনিবার (২২ মে) সকাল ১০ টার সময় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক এশিয়ান টিভির প্রতিনিধি হেমেদী হাসান মারুফের সঞ্চালনায় বক্তব্য রাখেন দৈনিক জাগরণ পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব জি,এম, আকবার কবীর,দৈনিক মানব জমিন পত্রিকার প্রতিনিধি ও সাবেক সাধারন সম্পাদক জাহিদ সুমন, দৈনিক পত্রদূত পত্রিকার প্রতিনিধি সামিউল আযম মনির,দৈনিক যুগের্বাতা পত্রিকার প্রতিনিধি আনিসুজ্জামান সুমন, দৈনিক জনতা ও গ্রামের কণ্ঠ পত্রিকার প্রতিনিধি এম,কামরুজ্জামান,দৈনিক আলকিত বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি আলমগীর সিদ্দীক,দৈনিক কাফেলা পত্রিকার প্রতিনিধি এস,কে সিরাজ,দৈনিক ভোরের ডাক পত্রিকার প্রতিনিধি আবু সাইদ,মোহনা টিভির প্রতিনিধি শেখ আফজালুল রহমার,দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার প্রতিনিধি সালাউদ্দীন বাপ্পি,দৈনিন সুপ্রভাত পত্রিকার প্রতিনিধি মোস্তফা কামাল,দৈনিক কালেরচিত্র পত্রিকার প্রতিনিধি আব্দুল কাদের,আনন্দ টিভির প্রতিনিধি তপন কুমার বিশ্বাস,দৈনিক স্পন্দন পত্রিকার প্রতিনিধি মোহাম্মাদ আলী,দৈনিক সমাজের কথা পত্রিকার প্রতিনিধি সরদার সিদ্দীক,দৈনিক প্রবাহ পত্রিকার প্রতিনিধি আব্দুর রহমান বাবু, দৈনিক খুলনা অঞ্চল পত্রিকার প্রতিনিধি আসাদুজ্জামান লিটন,দৈনিক যশোর পত্রিকার প্রতিনিধি সামিউল ইসলাম মন্টি,দৈনিক জন্মভূমি পত্রিকার প্রতিনিধি আবুল হোসেন,সুন্দরবন প্রেস ক্লাবের সভাপতি মোঃ আইয়ুব আলী,সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, উপজেলা রিপোটার্স ক্লাবের সহ-সভাপতি আব্দুল আলিম।
সমাবেশে বক্তারা বলেন সাংবাদিকের উপর আঘাত না এনে দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়ে বক্তারা বলেন, দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানীসহ গনমাধ্যমকর্মীদের বিরুদ্ধে হয়রানী বন্ধে ভূমিকা রাখুন।নির্ভীক ও সাহসী সাংবাদিক রোজিনা ইসলামকে যেভাবে নির্যাতন করা হয়েছে সেটি নির্মম ও বর্বর।স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ সচিব জেবুন্নেচ্ছা খানম সাংবাদিকের গলার টুটি চেপে ধরে হত্যার চেষ্টা করে সরকারকেই বেকায়দায় ফেলানোর অপচেষ্টা চালিয়েছেন,তার বিরুদ্ধে ব্যবস্থা নিন।
মন্ত্রণালয়ের উপ সচিব জেবুন্নেচ্ছা খানমের নামে স্থাবর অস্থাবর সম্পত্তির পাহাড় গড়ে তুলেছেন। অথচ তার
বিরুদ্ধে কোন আইনগত ব্যবস্থা বা শাস্তি না হয়ে দুর্নীতির সংবাদ প্রকাশ করায় উল্টো সাংবাদিক রোজিনা ইসলামের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে এবং ন্যাক্কারজনক ভাবে রিমান্ড আবেদন করা হয়েছে। আমরা সাংবাদিক রোজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তি ও ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবি
জানাচ্ছি। এ সময় আরও উপস্থিত ছিলেন দৈনিক কল্যাণ পত্রিকার প্রতিনিধি এস,এম মিজানুর রহমান,দৈনিক সামাজের কাগজ পত্রিকার প্রতিনিধি আবু মুছা,জয়যাত্রা টিভির প্রতিনিধি অনাথ মন্ডল, দৈনিক পত্রদূত পত্রিকার প্রতিনিধি মোঃ আব্দুল হালিম,অনলাইন প্রভাতীর প্রতিনিধি হাবিবুর রহমান,দৈনিক আজগের সারদেশে পত্রিকার প্রতিনিধি আনিছুর রহমান মিলন,দৈনিক জনতার মিছিল পত্রিকার প্রতিনিধি মারুফ বিল্লাহ রুবেল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *