শ্যামনগর প্রতিনিধিঃ
“যতক্ষণ না সবাই সমান, ততক্ষণ পথচলা অব্যাহত”— এই মূলমন্ত্র ধারণ করে সাতক্ষীরার শ্যামনগরে অনুষ্ঠিত হলো বিশেষ কর্মশালা ‘সমতায় তারুণ্য’। জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থা-এর আয়োজনে এবং নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহযোগিতায় জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও প্ল্যান ইন্টারন্যাশনাল -এর বাস্তবায়নে আয়োজিত এই কর্মশালার উদ্দেশ্য ছিল প্রতিবন্ধী যুব নারী ও পুরুষদের দক্ষতা উন্নয়ন, আত্মবিশ্বাস বৃদ্ধি ও তাদের সমাজে কার্যকর ভূমিকা রাখার সুযোগ তৈরি করা।
কর্মশালার উদ্বোধন করেন শ্যামনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রনি খাতুন। আরও উপস্থিত ছিলেন—
জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থা প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অষ্টমী মালো।
কর্মশালায় লিঙ্গভিত্তিক স্টেরিওটাইপ, ডিজিটাল নিরাপত্তা, মিডিয়া লিটারেসি ও অধিকার রক্ষায় অ্যাডভোকেসি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। ‘সমতায় তারুণ্য’-এর অধীনে আয়োজিত এই কর্মশালা প্রতিবন্ধী নারীদের আত্মনির্ভরশীল করে তোলার এক অনন্য উদ্যোগ।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আদিত্য দেব বৈদ্য ও মরিয়ম খাতুন।
এছাড়া, স্বেচ্ছাসেবী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন দিথি রানী মণ্ডল, মাছুমা আক্তার, অপু চৌকিদার,চিরঞ্জিত মালো,দিলীপ বৈদ্য,তারা অংশগ্রহণকারীদের সহযোগিতা ও কর্মশালার সফল বাস্তবায়নে সহায়তা করেন।
প্রশিক্ষণে অংশ নেওয়া রুবিনা খাতুন বলেন,এটি শুধু একটি কর্মশালা নয়, আমাদের এগিয়ে চলার শক্তি!
অন্যদিকে, আয়োজক সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অষ্টমী মালো বলেন,প্রতিবন্ধী নারীদের জন্য কাজ করা শুধু আমার দায়িত্ব নয়, এটি আমার হৃদয়ের বিষয়।
উপজেলা প্রশাসন ও আয়োজকরা জানিয়েছেন, ভবিষ্যতেও এ ধরনের কর্মশালা আয়োজন করা হবে। সমাজের সব স্তরে অন্তর্ভুক্তির আলো ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার নিয়ে কর্মশালাটি সফলভাবে সম্পন্ন হয়।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply