,

সাতক্ষীরায় প্রতিবন্ধী নারীদের জন্য ‘সমতায় তারুণ্য’ কর্মশালা

শ্যামনগর প্রতিনিধিঃ
“যতক্ষণ না সবাই সমান, ততক্ষণ পথচলা অব্যাহত”— এই মূলমন্ত্র ধারণ করে সাতক্ষীরার শ্যামনগরে অনুষ্ঠিত হলো বিশেষ কর্মশালা ‘সমতায় তারুণ্য’। জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থা-এর আয়োজনে এবং নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহযোগিতায় জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও প্ল্যান ইন্টারন্যাশনাল -এর বাস্তবায়নে আয়োজিত এই কর্মশালার উদ্দেশ্য ছিল প্রতিবন্ধী যুব নারী ও পুরুষদের দক্ষতা উন্নয়ন, আত্মবিশ্বাস বৃদ্ধি ও তাদের সমাজে কার্যকর ভূমিকা রাখার সুযোগ তৈরি করা।

কর্মশালার উদ্বোধন করেন শ্যামনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রনি খাতুন। আরও উপস্থিত ছিলেন—

জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থা প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অষ্টমী মালো।

কর্মশালায় লিঙ্গভিত্তিক স্টেরিওটাইপ, ডিজিটাল নিরাপত্তা, মিডিয়া লিটারেসি ও অধিকার রক্ষায় অ্যাডভোকেসি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। ‘সমতায় তারুণ্য’-এর অধীনে আয়োজিত এই কর্মশালা প্রতিবন্ধী নারীদের আত্মনির্ভরশীল করে তোলার এক অনন্য উদ্যোগ।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আদিত্য দেব বৈদ্য ও মরিয়ম খাতুন।

এছাড়া, স্বেচ্ছাসেবী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন দিথি রানী মণ্ডল, মাছুমা আক্তার, অপু চৌকিদার,চিরঞ্জিত মালো,দিলীপ বৈদ্য,তারা অংশগ্রহণকারীদের সহযোগিতা ও কর্মশালার সফল বাস্তবায়নে সহায়তা করেন।

প্রশিক্ষণে অংশ নেওয়া রুবিনা খাতুন বলেন,এটি শুধু একটি কর্মশালা নয়, আমাদের এগিয়ে চলার শক্তি!

অন্যদিকে, আয়োজক সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অষ্টমী মালো বলেন,প্রতিবন্ধী নারীদের জন্য কাজ করা শুধু আমার দায়িত্ব নয়, এটি আমার হৃদয়ের বিষয়।

উপজেলা প্রশাসন ও আয়োজকরা জানিয়েছেন, ভবিষ্যতেও এ ধরনের কর্মশালা আয়োজন করা হবে। সমাজের সব স্তরে অন্তর্ভুক্তির আলো ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার নিয়ে কর্মশালাটি সফলভাবে সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *