সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩০ বোতল ভারতীয় মদ, ২ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ ১০ লক্ষাধিক টাকার বিভিন্ন ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল বৃহস্পতিবার সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প, মাদরা, কালিয়ানী, চান্দুরিয়া, ঘোনা, কাকডাঙ্গা, পদ্মশাখরা, সুলতানপুর, তলুইগাছা ও ভোমরা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল আটক করা হয়।
বিজিবি সুত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়ার শ্মশ্বান এলাকা থেকে ৩০ বোতল ভারতীয় মদ আটক করে। একই দিনে ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর থানার লক্ষীদাড়ি এলাকা থেকে ২ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক করে।
এছাড়া অভিযানে আরও যে পণ্য আটক করা হয় ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প: কলারোয়া থানার হঠাৎগঞ্জ এলাকা থেকে ৩৫,০০০ টাকার ভারতীয় শাড়ি। কালিয়ানী বিওপি: কলারোয়া থানার ছয়ঘরিয়া এলাকা থেকে ৩৫,০০০ টাকার ভারতীয় ঔষধ। চান্দুরিয়া বিওপি: কলারোয়া থানার কাদপুর এলাকা থেকে ২,৪৫,০০০ টাকার ভারতীয় ঔষধ। ঘোনা বিওপি: কলারোয়া থানার দাঁতভাঙ্গা এলাকা থেকে ৭০,০০০ টাকার ভারতীয় ঔষধ। কাকডাঙ্গা বিওপি: কলারোয়া থানার আমতলা ও কাকডাঙ্গা এলাকা থেকে ১,৫০,০০০ টাকার ভারতীয় ঔষধ। পদ্মশাখরা বিওপি: কলারোয়া থানার ফুটবল মাঠ এলাকা থেকে ৩৫,০০০ টাকার ভারতীয় ঔষধ। সুলতানপুর বিওপি: কলারোয়া থানার আমতলা এলাকা থেকে ১,৪০,০০০ টাকার ভারতীয় ঔষধ। তলুইগাছা বিওপি: কলারোয়া থানার তেতুলবাড়ি এলাকা থেকে ১,৪০,০০০ টাকার ভারতীয় ঔষধ। ভোমরা বিওপি: সাতক্ষীরা সদর থানার লক্ষীদাড়ি এলাকা থেকে ১,০৫,০০০ টাকার ভারতীয় ঔষধ।
বিজিবি জানায়, এসব মালামাল চোরাকারবারীরা শুল্ককর ফাঁকি দিয়ে ভারত থেকে বাংলাদেশে পাচার করছিল। ভারতীয় পণ্যের অবৈধ প্রবাহে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
জব্দকৃত মালামাল সাতক্ষীরা কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে মাদকসমূহ সাধারণ ডায়েরি করে সংরক্ষণ করা হয়েছে এবং পরবর্তীতে জনসম্মুখে ধ্বংস করা হবে।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply