,

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরায় মাটিবহনকারী ডাম্পার ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী তিনজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (০৭ নভেম্বর) ভোরে সাতক্ষীরা -খুলনা মহাসড়কের বিনেরপোতা এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন – সাতক্ষীরা সদরের মাধবকাটি গ্রামের আকবর আলি গাজীর ছেলে আরিজুল ইসলাম (ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক), আরোহী তালা উপজেলার সুজনশাহ গ্রামের আব্দুল আজিজের ছেলে
আব্দুস সেলিম ও একই উপজেলার খলিশখালী গ্রামের শামসুর কবীরের ছেলে আসাদুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে স্থানীয়রা জানান, বেপরোয়া গতিতে চলা মাটিবহনকারী ডাম্পার ট্রাক আব্দুর রহমান কলেজের সামনের সড়কে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। মারাত্মক আহত আরেকজনকে হাসপাতালে নেয়ার পথে মারা যায়।
এঘটনার পর খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে লাশ ও ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি উদ্ধার করে নিয়ে যান।

সাতক্ষীরা সদর থানার এস আই বিশ্বজিৎ সরকার জানান, ঘটনাস্থলে ট্রাক কোম্পানি আইসরের লোগো পাওয়া গেছে। এর থেকে ধারনা করা হচ্ছে, মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে এই নিহতের ঘটনা ঘটেছে।
তিনি বলেন,লাশগুলো ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *