,

সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে ভারতীয় ঔষধসহ আটক তিন

সাতক্ষীরার শ্যামনগরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর অভিযানে চোরাইপথে ভারত হতে নিয়ে আসা বিপুল পরিমান ঔষধ ও পাতার বিড়ি আটক করেছে।

নিজস্ব প্রতিনিধিঃ
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) গভীর রাত থেকে সন্ধ্যা পর্যন্ত কালিগঞ্জের পাউখালী ক্যাম্পের ইনচার্জ মেজর নাহিদের নেতৃত্বে সুন্দরবন সংলগ্ন মুন্সিগঞ্জের সুন্দরবন বাজার সংলগ্ন বড়ভেটখালী, যতীন্দ্রনগর ও মরাগাং এলাকা উক্ত অভিযান পরিচালিত হয়।

এসময় ওই এলাকার সিরাজুল, আব্দুর রহিম ও তার ভগ্নিপতি রওশান আরার বাড়িতে অভিযান চালিয়ে এসব ভারতীয় মালামাল উদ্ধার করা হয়। এসময় অবৈধভাবে নিয়ে আসা ভারতীয় মালামাল সংরক্ষণের অভিযোগে রওশনারা নামের এক নারী, মোজাম আলী ও আশরাফ হোসেন লাটা নামে তিনজনকে আটক করা হয়।

কালিগঞ্জ সেনা ক্যাম্প সূত্র জানিয়েছে, ভারত থেকে চোরাইপথে বিভিন্ন ধরণের ঔষধ এনে বিক্রি করতো চক্রটি। আব্দুর রহিম ও তার বোন রওশন আরার বাড়ি থেকে বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ ও দুই বস্তা ভারতীয় বিড়ি উদ্ধার করা হয়েছে। জব্দকৃত ভারতীয় মালামালের তালিকা প্রস্তুতসহ আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ চলছে।

এদিকে স্থানীয়রা নিশ্চিত করে জানিয়েছে যে, অভিযানের খবর ছড়িয়ে পড়তেই চোরাচালান চক্রের অপরাপর সদস্য সিরাজুল, সিদ্দিকুর রহমান, আবু, আবুল কাশেম, আব্দুর রহিম ও রফিকুল ইসলাম কৌশলে পালিয়ে যায়। সংঘবদ্ধ চক্রের সদস্যরা বিএনপি’র রাজনীতির সাথে জড়িত। এরা গত প্রায় পাঁচ মাস ধরে সুন্দরবনকে রুট হিসেবে ব্যবহার করে চোরাইপথে ভারতীয় মালামাল আনা নেয়া করছে। এবং সুন্দরবনে হরিণ শিকারের সাথে যুক্ত আছে।

স্থানীয়রা আরও জানায়, সুন্দরবনের ভিতর দিয়ে আনার পর রাতের বেলা অবৈধ ভারতীয় মালামাল তারা নিজ বাড়িতে রাখে। পরবর্তীতে সুযোগমত রাতের বেলা মাইক্রো ও মাহেন্দ্রযোগে সাতক্ষীরা দিয়ে দেশের বিভিন্ন স্থানে পাচার করে। ইতিপুর্বে পুলিশ কয়েকদফা একই চক্রের সদস্যদের আটক করতে অভিযান চালালেও চোরচারকারীরা রুট পরিবর্তন করায় সফল হতে পারেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *