,

সাতক্ষীরার শ্যামনগরে অবৈধভাবে ২১০ কেজি জেলি পুশকৃত চিংড়ি জব্দ ও দুইজন আটক

শ্যামনগর প্রতিনিধি :
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের খাগড়াঘাট নামক জায়গায় আতাউরের নিজ বাড়ি হতে আজ সকাল ১১:৩০ মিনিটে ডিজিএফআই শ্যামনগর উপজেলার প্রতিনিধি সার্জেন্ট মোঃ আল মামুনের তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর কালিগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোঃ নাহিদ হোসেনের নেতৃত্বে আনুমানিক ২৫০ কেজি অবৈধভাবে বাগদা,গলদা ও হরিনা চিংড়িতে জেলি পুশ করার সময় সিরিনচ, মেডিসিন ও বিভিন্ন অবৈধ আলামতসহ হাতে নাতে ০২ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, আতাউর মোড়ল,পিতাঃ কওছার মোড়ল,গোমানতলী, শ্যামনগর।
ছামিয়া বেগমপিতাঃ শওকত মোল্লা খাগড়াদানা, গোনামতলী,শ্যামনগর। আটককৃতদের কাছ থেকে অন্য জায়গায় আরো জেলি পুশ করা হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে অপারেশন কাজ চলমান রয়েছে। শ্যামনগর উপজেলা সহকারি কমিশনার ভূমি আব্দুল্লাহ আল রিফাত ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *