,

সাতক্ষীরা সদর-২ আসনের জোটের প্রার্থী লাঙ্গল নিয়ে লড়বেন মোঃ আশরাফুজ্জামান আশু

এম কামরুজ্জামান,শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃদ্বাদশ সংসদ নির্বাচনে সাতক্ষীরা সদর-২ আসনের জাতীয় পার্টির জোটের প্রার্থী হিসেবে লাঙ্গল প্রতীক পেয়েছেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও ক্রীড়ায়া সংস্থার সহ-সভাপতি মোঃ আশরাফুজ্জামান আশু। সোমবার (১৮ ডিসেম্বর) প্রতীক বরাদ্দের নির্ধারিত দিনে জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির এ প্রতীক বরাদ্দ দেন।
মোঃ আশরাফুজ্জামান আশু সাতক্ষীরা সদর উপজেলার লস্কর পাড়া গ্রামের বাসিন্দা। তিনি ১৯৮৩ সালে হতে জাতীয় যুব সংহতির জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে ২০০১পর্যন্ত দায়িত্ব পালন করেন,২০০১ হতে জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক পদে নিষ্ঠার সাথে ২০০৫ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন, ২০০৫ সালে কাউন্সিলের মাধ্যমে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক পদে সততার সাথে সাতটি উপজেলা ও দুটি পৌরসভার নেতাকর্মীদের সাথে নিয়ে অদ্যবধি দায়িত্ব পালন করছেন।
বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের জোটবদ্ধভাবে লাঙ্গল প্রতীক নিয়ে রাজনৈতিক নেতা থেকে জনগণের সেবক হিসেবে কাজ করার জন্য নির্বাচনের মাঠে নেমেছেন।সাতক্ষীরা সদর-২ আসনের লাঙ্গলের প্রার্থী মোঃ আশরাফুজ্জামান আশু বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি একজন জোটবদ্ধ প্রার্থী হিসেবে নির্বাচন করছি। এবার আমার প্রতিক লাঙ্গল। আমি বিশ্বাস করি নেতাকর্মী ও সাধারণ জনগণের ভালোবাসায় আল্লাহর রহমতে আমি নির্বাচিত হবো। তিনি আরো বলেন, গত দশ বছরে আমার নির্বাচনী এলাকায় কোন উন্নয়নের ছোঁয়া পড়িনি।আমি নির্বাচিত হলে আমার এলাকায় মাদক মুক্ত, বেকারত্ব দূর করব এবং সাতক্ষীরা পৌরসভাকে সিটি কর্পারেশনে রুপান্তরিত করবো ইনশাআল্লাহ। আমি নির্বাচিত হলে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখবো। আমি সকলের কাছে আগামী ৭ জানুয়ারি লাঙ্গল প্রতিকে ভোট চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *