সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা সীমান্তে ছয় নারী-পুরুষ পুশইন করেছে বিএসএফজুবাইদা রহমানের ৫৩ তম জন্ম বার্ষিকীতে সাতক্ষীরায় আলোচনাসভা ও কেককাটাসাতক্ষীরা প্রেসক্লাবের নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিতসাতক্ষীরায় দীর্ঘ ১৩ বছর পর নিজ বাড়িতে ফিরেছেন জামায়াত নেতা মোশারাফসাতক্ষীরার নগরঘাটার ত্রিশ মাইলে মোটরযানের উপর মোবাইল কোর্টসাতক্ষীরায় অবৈধ বিদ্যুৎ সংযোগ নেওয়ার অভিযোগে দক্ষিণা রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানাশাঁখরা বিজিবির অভিযানে মোটরসাইকেলসহ ৩০ বোতল কোরেক্স মাদক আটকসাতক্ষীরায় পাওনা টাকা না দিয়ে উল্টো ট্রাক মালিককে হয়রানির অভিযোগতালায় বজ্রপাতে ঘের মালিকের মৃত্যুআওয়ামীলীগ নেতা মোজাহার হোসেন কান্টু
অনলাইন ডেস্কঃ আন্তর্জাতিক আইন না মেনে সাতক্ষীরার কুশখালি সীমান্ত দিয়ে চারজন নারী ও দুইজন পুরুষকে পুশইন করেছে বিএসএফ। বিজিবি তাদের রাতে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করেছে।
সাতক্ষীরা সদর থানায় বিজিবির দেয়া সূত্রে জানা যায়, বাংলাদেশী এইসব নাগরিকরা বিভিন্ন সময়ে বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতের বোম্বে নগরীতে কেউ গৃহকর্মী, কেউ কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করত। ভারতীয় পুলিশ তাদের বোম্বে এলাকা থেকে আটক করে পশ্চিমবাংলার চব্বিশ পরগনা জেলার হাকিমপুর সীমান্ত দিয়ে পুশইন করে। রাত ৮ টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী সীমান্তের টহল বিজিবি তাদের আটক করে।
আটককৃতরা মধ্যে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তোতলা গ্রামের মুন্সি নজরুল হকের ছেলে আবু সাঈদ মুন্সি। সে ৬ বছর আগে সাতক্ষীরার ভোমরা সীমান্ড দিয়ে কাজের সন্ধানে ভারতের বম্বে যায়।
রংপুরেরর মুন্সিগজ্ঞর বাসিন্দা নাজিম উদ্দীনের ছেলে ওয়াজ কুরুনী দুই বছর আগে কাজের সন্ধানে ভারতের বম্বে কৃষি করতো।
নারায়ণগঞ্জের কদমতলী গ্রামের মোঃ মাসুদের স্ত্রী রোকসানা বেগম কুশখালী সীমান্ত দিয়ে ভারতের বম্বে কাজের সন্ধানে গিয়েছিল।
একইভাবে যশোর জেলার শার্শা উপজেলার বাঘআছড়া গ্রামের কোরবান আলীর স্ত্রী সাবরিনা খাতুন পাঁচ বছর আগে কাজের সন্ধানে ভারতের বোম্বে যায় সাবরিন খাতুন।
একই উপজেলার সনাতনকাটি গ্রামের ইব্রাহীম সরদারের মেয়ে মোছাঃ হাফিজা বেগম এক বছর ২ মাস আগে কাজের সন্ধানে গিয়েছিল ভারতের বম্বে।
ও সাতক্ষীরার কলারোয়া উপজেলার হুলহুলিয়া গ্রামের ওমর আলীর স্ত্রী রোকসানা খাতুন ৬ বছর আমি বম্বে কাজের সন্ধানে গিয়েছিল বলে বিজিবির কাছে স্বীকার করেছে।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক জানিয়েছেন বিজিবির সোপর্দ করা পুশইনের ওই ৬ জনকে থানা হাজতে রাখা হয়েছে। তাদের স্ব স্ব পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply