আব্দুল আহাদ,নিজস্ব প্রতিনিধিঃ
সাতক্ষীরার শ্যামনগরে নির্বাচন কমিশন কতৃক জাতীয় সংসদ নির্বাচনের সিমানা নিদ্ধারনীর পুনর্ববিন্যাস প্রাথমিক খসড়া শিদ্ধান্ত গ্রহনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০ শে জুলাই বুধবার সন্ধ্যা ৮টার সময় শ্যামনগর উপজেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ মিছিল টি বিএনপি অফিসের সামনে থেকে শুরু হয়ে শ্যামনগর উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেসি কম্পলেক্স এর সামনে এসে শেষ হয়। এবং জেসি কম্পলেক্সের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন, তরুণ জননেতা অত্র আসনের মনোনয়ন প্রত্যাশী সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ড. এম মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন, জনাব সোলাইমান কবির, সাবেক আহবায়ক উপজেলা বিএনপি সদস্য জেলা বিএনপি। জি,এম লিয়াকত লিয়াকত আলী সদস্য জেলা বিএনপি। জনাব শফিকুল ইসলাম দুলু আহবায়ক শ্যামনগর উপজেলা যুবদল। শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল ইমাম আজম মনির প্রমুখ
প্রধান অতিথির বক্তব্যে ড. এম মনিরুজ্জামান বলেন, বাংলাদেশ স্বাধীনের পর থেকে সাতক্ষীরাতে ৫টি আসন ছিলো আর শ্যামনগর উপজেলা ছিলো সাতক্ষীরা-৫ আসন অতচ গত ২০০৮ সালে একটি বিশেষ দলকে নির্বাচনী সুবিধা সুযোগ সৃষ্টি করতে সাতক্ষীরার একটি আসন কমিয়ে ৫টি থেকে ৪টি করা হয়। যার ফলশ্রুতিতে শ্যামনগর উপজেলার ১২ ইউনিয়ন ও কালিগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়ন মোট ২০ টি ইউনিয়ন নিয়ে সাতক্ষীরা-৪ আসন গঠিত হয়। হঠাৎ নির্বাচন কমিশন আজ একটি খসড়া শিদ্ধান্ত গ্রহণ করেছে বলে যানতে পেরেছি। যেখানে শ্যামনগর উপজেলা ও আশাশুনি উপজেলাকে একত্রে সাতক্ষীরা -৪ আসন উল্লেখ করা হয়েছে। যা শ্যামনগর ও আশাশুনী উভয় উপজেলার সাধারণ মানুষের জন্য খুবই সমস্যার কারন হবে। কারন এই দুই উপজেলার কোনো সড়ক সংযোগ নেই। সাথে সাথে শ্যামনগর এবং আশাশুনী উপজেলার মাঝে আরো দুইটি উপজেলা রয়েছে। শুধু তাই নয় শ্যামনগর একটি দুর্যোগ প্রবণ এলাকা সাথে সাথে আশাশুনি উপজেলা ও একটি দুর্যোগ প্রবণ এলাকা। তাই কোনভাবেই এই দুইটি উপজেলায় একসাথে একটি আসন হতে পারে না। যদি আসন বিন্যাসের প্রয়োজন হয় তাহলে পূর্বের ন্যায় সাতক্ষীরাকে তুই আসনে বিভক্ত করে সিদ্ধান্ত গ্রহণ করা হোক অন্যথায় যদি বিশেষ কোনো ব্যক্তি বা কোন দলকে সুবিধা দেওয়ার জন্য এই সিদ্ধান্ত (শ্যামনগর ও আশাশুনী) গ্রহণ করা হয় তাহলে শ্যামনগরের জনগণ তা মেনে নেবে না। প্রয়োজনে আমাদের দাবি আমরা আন্দোলনের মাধ্যমে আদায় করবো ইনশাআল্লাহ।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply