,

সাপাহারে ঢিলেঢালা ভাবে চলছে লকডাউন

ছবি, সাংবাদিক আবু বক্কার

 

 

আবু বক্কার,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: সারাদেশের ন্যায় নওগাঁর সাপাহারে ৫ এপ্রিল থেকে শুরু হয়েছে লকডাউন। উপজেলা প্রশাসন ও থানা পুলিশের কঠোর নজরদারী ও মাস্ক বিতরণ সহ নানান কর্মকান্ড অব্যাহত থাকলেও ঢিলে ঢালা ভাবে পালিত হচ্ছে লকডাউন।

 উপজেলা প্রশাসন ও থানা পুলিশের কঠোর নজরদারী থাকলেও ঢিলে ঢালা ভাবে পালিত হচ্ছে লকডাউন। 

উপজেলা সদর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে লকডাউনের শুরু হতে স্থানীয় প্রশাসনের নানা ধরনের কর্মকান্ড অব্যহত রয়েছে । কিন্তু স্থানীয়রা কোন ভাবেই মানছেননা লকডাউন । সদরের শপিংমলগুলো বন্ধ থাকলেও বন্ধ নেই খাবার হোটেল সহ অন্যান্য দোকানগুলো। শুধু তাই নয়, যাত্রী চলাচলের জন্য দূরপাল্লার বাস গুলো বন্ধ থাকলেও ট্রাক্টর, ট্রলি ও অটোরিক্সাগুলো চলছে অবাধে । যাতে করে বিভিন্ন এলাকা হতে লোকজন সদরে এসে ভীড় করছেন বলে জানা গেছে। এ বিষয়টি নিয়ে সাপাহার উপজেলা ট্রাক্টর সমিতির সভাপতি তারেক রহমান বলেন, আমি ট্রাক্টরগুলো বন্ধ রাখার কথা বললেও ড্রাইভারেরা তা মানছেননা।

সব মিলিয়ে প্রশাসনের তৎপরতা অব্যহত থাকলেও সাধারণ জনগন মানছেননা লকডাউন। যাতে করে করোনা বিস্তারের ঘোর সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন এলাকার সচেতন মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *