আবু বক্কার, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা কয়েস উদ্দীনের দাফন সম্পন্ন হয়েছে।
২৪ ফেব্রুয়ারী বুধবার সকাল ১০ ঘটিকায় তার নিজ বাসভবন তাঁতইর পাইকুড়ডাঙ্গা গ্রামে রাষ্ট্রীয়ভাবে সম্মান জানিয়ে পারিবারিক কবরস্থানে তার দাফনকার্য সম্পন্ন করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্ব্হী ম্যাজিষ্ট্রেট সোহরাব হোসেনের নের্তৃত্বে জেলা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল, ওসি তারেকুর রহমান সরকার, স্থানীয় বীর মুক্তিযোদ্ধা সহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা কয়েস উদ্দীনের পরিবার সূত্রে জানা গেছে, শারিরীক অসুস্থতাজনিত কারণে ২৩ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেল ৩ টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরন করেন (ইন্না লিল্লাহি——রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ১ মেয়ে, নাতী-নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply