নিজস্ব প্রতিনিধিঃ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে ২০ জানুয়ারী আদমজীনগর কবরস্থান কমপ্লেক্স মাদরাসায় বাদ যোহর দোয়া ও মিলাদ পড়ানো হয়।
এতে মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট রাকিবুর রহমান সাগর বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও কর্মকাণ্ডকে যদি আমরা বুকে ধারণ এবং লালন করতে পারি তাহলে জিয়াউর রহমান এদেশের মানুষের মনের ভিতরে যে স্থান করে নিয়েছে এটাকে আমরা আরো ত্বরান্বিত করতে পারব। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্ম না হলেও এবং সাহসিকতার কর্মকান্ড না ঘটলে আজকে বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে বুকে একটি আলাদা রাষ্ট্র হিসাবে স্থান করে নিতে পারতো না বলে আমার মনে হয়। রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের মানুষের মনের ভিতরে স্থান করে নিয়েছেন কিভাবে অনেকগুলো কারণ রয়েছে।
জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতিতে সততার উৎকৃষ্ট উদাহরণ হিসেবে নিজেকে তার কর্মকাণ্ড দিয়ে প্রতিষ্ঠিত করে গেছেন। বাংলাদেশে অবৈধ সরকার ছিল। স্বৈরাচারী শাসক সরকার ছিল। তারা কখনো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সততাকে নিয়ে একটি প্রশ্ন তুলতে পারেনি। বাংলাদেশে যে কলুষিত হওয়ার রাজনীতি কারণ হলো মানুষ সৎ রাজনীতি থেকে দূরে সরে যাওয়ার কারণেই। আমরা যদি যার যার স্থান থেকে সততা ও আদর্শ নিয়ে রাজনীতি করতে পারি তাহলে বাংলাদেশের মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতন প্রত্যেকটা নেতাকে তাদের বুকে টেনে নিবে।
উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ নাদিম মাহামুদ, সিফাতুর রহমান রাজু,মুক্তাদির হোসেন হৃদয়, মোঃ কামাল, মোঃ বাবু, মোঃ মুন্না, নবির হোসেন, মোঃ মানিক, মোঃ কাদির,মোঃ রাসেল সাবেক যুগ্ন সম্পাদক, মুহাম্মদ আলী,মোঃ হাবিব, সাবেক সাংস্কৃতিক সম্পাদক, মোঃ সালাউদ্দিন, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক, মোঃ মোহন,সাবেক সহ সাধারণ সম্পাদক মাহবুব হোসেন, আরাফাত খালেক,সাবেক সহ প্রচার সম্পাদক মোঃ মিরাজ,সাবেক সদস্য মোঃ ফয়সাল, রাজীব,আকতার, সাজ্জাদ, বিপ্লব, আশিক, ইব্রাহিম, সোহেল, ইকবাল, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসেন সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীরা।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply