নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরায় আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য রিফাত আমিনের বাসা থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করেছে সেনাবাহিনী। রোববার (১৫ জুন) দুপুরে শহরের মুনজিতপুর বাড়িতে এ অভিযান চালানো হয়।
অভিযানে বাড়িটি থেকে আটক করা হয়েছে রিফাত আমীনের ছেলে সাফায়েত সরোওয়ার রুমনকে। অভিযানের শুরুতে বাড়ির দ্বিতীয় তলা থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করেন রুমন। এতে পায়ে আহত হন তিনি।
সাতক্ষীরা সেনাক্যাম্পের মেজর ইফতেখার রহমান জানান, গোপন সংবাদে অভিযান চালানো হয়। অভিযানে বাসা থেকে একটি রাইফেল, ৩০০ পিস ইয়াবা, মদসহ মাদক গ্রহণের নানা সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, এই সাবেক নারী সংসদ সদস্য বর্তমানে আমেরিকায় তার বড় ছেলের বাসায় রয়েছেন বলে জানা গেছে। এই বাড়িতে ছোট ছেলে মাদকাসক্ত রুমন একাই বসবাস করছিলেন।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply