,

সারাদেশের ন্যায় শ্যামনগরেও জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ

আব্দুল আহাদ,নিজস্ব প্রতিনিধিঃ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে শপথ গ্রহণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৬শে জুলাই শনিবার সকাল ৯ টায় উপজেলা পরিষদ মিলন আয়তনে উক্ত অনুষ্ঠান আনুষ্ঠানিক ভাবে শুরু হয়। শপথ গ্রহণ এবং আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউ,এন,ও) মোছাঃ রনী খাতুনের সভাপতিত্বে কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউএইচএফপিও ডা: জিয়াউর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনাব দেলোয়ার হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, জনাব সুব্রত কুমার রায়, উপজেলা বিএনপি’র প্রতিনিধি মাস্টার আব্দুল ওয়াহেদ এবং সোলায়মান কবির, উপজেলা জামায়াতে ইসলামীর প্রতিনিধি শহিদ হোসেন, রেজাউল ইসলাম প্রমূখ।

শপথ পাঠ এর আগে বিশেষ চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। এ সময় অতিথিদের সাথে আরও বক্তব্য রাখেন জান্নাতুল নাইম, বীর মুক্তিযোদ্ধা ডা: জিয়াদ আলী, সামিউল ইমাম আজম মনির, মো: শহিদ হোসেন,রেজাউল ইসলাম প্রমূখ।
মহিলা ও শিশও বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদের সাথে কন্ঠ মিলিয়ে সমগ্র দেশ তথা ৬৪ টি জেলা ও ৪৯৫ টি উপজেলার মতো শ্যামনগরে উপস্থিত ব্যক্তিবর্গ লাখো কন্ঠের সাথে একতালে শপথ বাক্য পাঠ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *