,

সারাদেশে নারী ও শিশু ধর্ষনের প্রতিবাদে সুবর্ণচরে মানববন্ধন

মোঃ আবুল বাসার,নোয়াখালী প্রতিনিধিঃ
সারাদেশে নারী ও শিশু ধর্ষণ,  হত্যা, নির্যাতনের প্রতিবাদে নোয়াখালী সুবর্ণচরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে কিশোর-কিশোরী ও ভুমিহীন সংগঠন।
২০ মার্চ (বৃহস্পতিবার)  বেলা ১১ টায় সুবর্ণচর উপজেলার চরজুবিলী পাংখার বাজারে নিজেরা করি সংগঠনের সহযোগিতায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 
মানববন্ধনে বক্তব্য রাখেন, কিশেরী নাসিমা খাতুন, উর্মি খাতুন, ফাহিমা খাতুন, কিশোর রাকিব হোসেন, আলোচিত নির্যাতিত পারুল বেগম,  আমেনা বেগম, হাসিনা বেগম, ভুমিহীন সমিতির উপজেলা সভাপতি আবুল কালাম মাষ্টার, ইউনিয়ন ভূমিহীন সমিতির সভাপতি মোস্তফা ক্বারী, ভূমিহীন নেতা সফিক উল্যাহ, পাংখার বাজার পরিচালনা কমিটির সভাপতি জসিম উদ্দিন, পাংখার বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতার হোসেন বাবুল, নিজেরা করি চরজব্বর অঞ্চল সমন্ময়ক পরিতোষ দেবনাথ, চট্রগ্রাম বিভাগীয় সমন্ময়ক খায়রুল ইসলাম।
বক্তারা বলেন, সারাদেশে খুন, ধর্ষণ, নির্যানতন বন্ধে সবাইকে সোচ্চার হতে হবে, অপরাধীদের শান্তির আওতায় আনতে  প্রশাসনকে আরো বেশী কাজ করতে হবে।মানববন্ধন থেকে বক্তরা ধর্ষণের সাথে জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *