মোঃ পারভেজ মিয়া,সালথা (ফরিদপুর) প্রতিনিধি :ফরিদপুরের সালথায় গভীর রাতে ঘরে ঢুকে রাশেদা বেগম (৫৫) নামে এক নারীকে কুপিয়ে জখম করেছে মাদকাসক্ত যুবক নয়ন মাতুব্বর (২২)।
মঙ্গলবার (২৪জুন) দিবাগত আড়াই টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের খোয়াড় গ্রামে এ ঘটনা ঘটে। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত রাশেদা বেগম ওই গ্রামের মৃত হান্নান মোল্যার স্ত্রী। এঘটনায় হামলাকারী যুবক নয়ন মাতুব্বরকে আটক করেছে পুলিশ। আটককৃত নয়ন একই গ্রামের আরফুজ মাতুব্বরের ছেলে।
রক্তাক্ত অবস্থায় রাশেদা বেগমের একটি বক্তব্য সোশাল মিডিয়া ফেসবুকে ভাইরাল হয়েছে। তিনি বলেন, নয়ন আমার ঘরের দরজায় টোকা দিলে আমি জিজ্ঞাসা করি কে? তখন নয়ন বলে বু-আমি নয়ন, পুলিশ তাকে ধাওয়া করছে, তার নামে মামলা আছে, সে বাসায় থাকতে চায়। এই কথা বলার পর আমি সরল বিশ্বাসে, দরজা খুলে দিলে সে আমার ঘরে ঢুকে আমার রুমে গিয়ে বসে এবং আমার সাথে কথা বলে, এরপর আমি নয়নের জন্য ঘরে মশারি টানিয়ে শোয়ার ব্যবস্থা করে দেই। এরমধ্যে নয়নের সাথে নিয়ে আসা চাকু দিয়ে আমাকে হত্যা করার উদ্দেশ্যে এলোপাতাড়ি কুপিয়েছে।
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতাউর রহমান বলেন, গভীর রাতে খোয়ার গ্রামের নয়ন মাতুব্বর নামে এক যুবক মাদকাসক্ত অবস্থায় রাশেদা বেগমকে চাকু দিয়ে কুপিয়ে জখম করে। রাশেদা বেগম বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এঘটনায় হামলাকারী নয়ন মাতুব্বরকে আটক করা হয়েছে।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply