মোঃপারভেজ মিয়া,সালথা( ফরিদপুর) প্রতিনিধি:নিজেকে বিএনপি নেতা বলে দাবি করে ফরিদপুরের সালথা উপজেলার মাদ্রাসা গট্টি এলাকার আড়ুয়াকান্দী গ্রামের বাসিন্দা নুরু মাতুব্বর সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে বলেন, আমাকে কিছু কুচক্রী মহল আওয়ামীলীগদের নেতা বানিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম ও সমাজিক যোগাযোগ মাধ্যমে খবর প্রচার করে রাজনৈতিক ভাবে হেয়পতিপন্ন করার উদ্দেশ্যে গুজব ছড়াচ্ছে। আমি এর নিন্দা ও প্রতিবাদ জানাই।
নুরু মাতুব্বর আড়ুয়াকান্দী গ্রামের মৃত্যু হাশেম মাতুব্বরের বড় ছেলে। তিনি ইউনিয়ন বিএনপির সহ সভাপতি ছিলেনও বলে সংবাদ সম্মেলনে তুলে ধরেন।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকালে উপজেলার মাদ্রাসা গট্টি মোড়ে নিজস্ব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কাছে বক্তব্যে বলেন, আমি ২০১৫ সাল পর্যন্ত বিএনপির কমিটিতে ছিলাম। সেখানে আমি গট্টি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতির দায়িত্ব পালন করেছ। আওয়ামীলীগদের চাপে অনেক হামলা, মামলার স্বীকার হয়েছি। আওয়ামীলীগদের দেওয়া মিথ্যা মামলায় জেল খেটেছি। আমাকে চাপে ফেলে তাদের গ্রাম্য দলে মিশতে বাধ্য করেছে। আমি কখনও আওয়ামীলীগদের কর্মী ছিলাম না। মরহুম কে এম ওবায়দুর রহমানের একজন বিশ্বস্ত কর্মী ছিলাম। তিনি আমার বাড়িতে অনেকবার এসেছেন, আমার মায়ের হাতের পিঠাপুলিও খেয়েছেন।
আওয়ামীলীগদের কোন কমিটিতে আমার নাম নেই, আর যদি আমার অজান্তে কোন কমিটিতে নাম থাকে আজ থেকে তা আমি প্রত্যাহার করলাম।
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপির কর্মী নুর আলম, ইউনুস মোল্লা, সাবান খান, ইসহাক মাতুব্বর, সায়েদ মীর,আফতার খান, শুকুর খান, পাপ্পু মাতুব্বর সহ বিএনপি নেতাকর্মীবৃন্দ।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply