ডেস্ক রিপোর্টঃ
ঝালকাঠির কাঁঠালিয়ায় সিঁদ কেটে ঘরে ঢুকে এক যুবদল নেতার পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের দক্ষিণ কচুয়া গ্রামে মোল্লাবাড়িতে এ ঘটনা ঘটে। আহত আবদুল খালেক মোল্লা (৪৪) বর্তমানে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন।
খালেক মোল্লা একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের যুবদলের একাংশের সভাপতি। তিনি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের কাঁঠালিয়া কার্যালয়ের ফিল্ড অফিসার পদে কর্মরত। পুলিশ ও স্বজনরা জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতের খাবার খেয়ে খালেক মোল্লা স্ত্রী ও সন্তান নিয়ে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ৩টার দিকে ঘরের পশ্চিম পাশে সিঁদ কেটে ভেতরে ঢুকে পড়ে কয়েকজন দুর্বৃত্ত। তারা ঘুমন্ত অবস্থায় খালেকের ডান পায়ের রগ কেটে দেয়। তাঁর চিৎকারে স্ত্রী-সন্তানেরা জেগে ওঠেন। বাড়ির লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
খালেককে শুরুতে উদ্ধার করে আমুয়ায় অবস্থিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে নেওয়া হয়। খালেকের স্ত্রী জেসমিন বেগম ও অন্য স্বজনরা জানিয়েছেন, তারা কী কারণে এই হামলা করেছে তা বুঝতে পারছেন না। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
সংবাদ পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (কাঁঠালিয়া-রাজাপুর) সার্কেল মো. শাহ আলম ঘটনাস্থল পরিদর্শন করেন। বিষয়টি নিশ্চিত করে কাঁঠালিয়া থানার ওসি মং চেনলা বুধবার বিকেলে বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply