মোঃ রাজিব হোসেন,জেলা প্রতিনিধি:মানিকগঞ্জের সিংগাইরে বহুল আলোচিত ফোর মার্ডার ঘটনার ১ যুগ পর নাজিমউদ্দিনের (২৭) লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। রবিবার(৪ মে) দুপুর ১২ টার দিকে উপজেলার গোবিন্ধল সরকার পাড়া কবরস্থান থেকে তার হাড়গোড় উত্তোলন করেন থানা পুলিশ। মৃত নাজিমউদ্দিন ওই এলাকার মৃত.মঞ্জু মোল্লার পুত্র।
পুলিশ জানায়,২০১৩ সালের ২৪ ফেব্রুয়ারি গোবিন্ধল গ্রামে সংঘটিত আলোচিত ফোর মার্ডার ঘটনায় ৫ ই আগস্ট পরবর্তী সময়ে মামলা হয়। মামলায় বিজ্ঞ আদালত ডিএনএ পরীক্ষার জন্য নাজিমউদ্দীনের লাশ উত্তোলনের আদেশ দেন। ওই আদেশের প্রেক্ষিতে রবিবার দুপুরে নির্বাহি ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) এস.এম.আব্দুল্লাহ বিন শফিক ও সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জে.ও.এম.তৌফিক আজমের উপস্থিতি কবর থেকে হাড়গোড় উত্তোলন করা হয়।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি জে.ও.এম.তৌফিক আজম বিষয়টি নিশ্চিত করে বলেন,বিজ্ঞ আদালতের আদেশে ডিএনএ পরীক্ষার জন্য কবর থেকে নাজিমউদ্দিনের দাঁত,হাড়গোড়,মাথার খুলি,উত্তোলন করে সিআইডিতে প্রেরণ করা হয়েছে। ওই রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply